ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

যেভাবে টেস্ট দলে দুই তরুণ দিপু-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৪ জুন ২০২৩

নির্বাচকদের রাডারে ছিলেন অনেকদিন ধরেই। অবশেষে কপাল খুললো দুই তরুণের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেন শাহাদাত হোসেন দিপু আর মুশফিক হাসান।

দুজনই বয়সে বেশ তরুণ। ডানহাতি পেসার মুশফিক হাসানের বয়স ২০ বছর। অন্যদিকে মিডলঅর্ডার ব্যাটার শাহাদাত দিপুর বয়স এক বছর বেশি, ২১।

শাহাদাত ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সম্প্রতি দুটি চারদিনের ম্যাচ খেলেছেন। সিলেটে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি (৭৩ ও ৫০) হাঁকান তিনি। দল হারলেও তার লড়াকু ইনিংস দুটি প্রশংসা কুড়ায় বেশ।

তৃতীয় ও শেষ টেস্টেও সুযোগ পান একাদশে। ড্র হওয়া সে টেস্টে প্রথম ইনিংসে ৩ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২০ রানে অপরাজিত থাকেন শাহাদাত।

২০টি প্রথম শ্রেণির ম্যাচে এরই মধ্যে দুটি সেঞ্চুরি পেয়েছেন শাহাদাত। ১০টি হাফসেঞ্চুরিসহ ৩৬.১৪ গড়ে করেছেন ১২৬৫ রান।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাহাদাত। তার জাতীয় দলে ডাক পাওয়াটা তাই বড় চমক বলার উপায় নেই।

অন্যদিকে পেসার মুশফিক ঘরোয়া লিগে অনেকদিন ধরেই নিয়মিত পারফর্ম করছেন। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯ উইকেট পেয়েছেন। ক্যারিবীয় 'এ' দলের বিপক্ষে সবশেষ দুই টেস্টে নিয়েছেন ৫টি উইকেট।

মুশফিককে নিয়ে খোদ প্রশংসা করেন জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার মধ্যে কিছু তো আছেই। নির্বাচকরা এই পেসারকে ভবিষ্যতের ভাবনাতেই দলে ভিড়িয়েছেন নিঃসন্দেহে।

এমএমআর/জেআইএম