ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রশিদ খানের আগের পারফরম্যান্স ভুলে গেছেন আকরাম খান?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৩ জুন ২০২৩

ইতিহাস জানাচ্ছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানদের কাছে টেস্টে ২২৪ রানের বিরাট ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরিসংখ্যান সাক্ষী, ওই টেস্টে আফগান লেগস্পিনার রশিদ খান একাই বরোটা বাজিয়ে দিয়েছিলেন বাংলাদেশের। রশিদের লেগস্পিন গুগলিতে বেসামাল টাইগারদের নাভিঃশ্বাস উঠেছিল।

ম্যাচে ১০৪ রানে ১১ উইকেট দখল করেন রশিদ। প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ আর দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৬ উইকেট দখল করে বাংলাদেশের ব্যাটিংয়ে ধ্বস নামান রশিদ। পাশাপাশি ব্যাট হাতেও তিনি দেখান দারুন নৈপুণ্য। প্রথম ইনিংসে ৫১ এবং পরের ইনিংসে ২৪, অর্থ্যাৎ ২ ইনিংসে ৭৫ রান বেরিয়ে আসে তার ব্যাট থেকে। তাই বলা হয় রশিদ খানের একার নৈপুন্যের কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ।

তার নিজ শহর চট্টগ্রামে খেলা হয়েছিল; কিন্তু মনে হয় ওই ম্যাচে রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্য, বিশেষ করে দুর্দান্ত বোলিংটার কথা বেমালুম ভুলে গেছেন আকরাম খান।

জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালকের অনুভব ও মূল্যায়ন, ‘রশিদ খান ভাল বোলার। তবে সেটা মূলতঃ টি-টোয়েন্টি ফরম্যাটে। টেস্ট আর ওয়ানডেতে তত ভাল পারফরমেন্স নেই তার।’

আজ শনিবার শেরে বাংলায় সাংবাদিকদের সাথে আলাপে আকরাম খান বলেন, ‘রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ওরকম আহামরি পারফরম্যান্স নাই।’

টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। টেস্টে সব বলে রান করার দরকার পড়ে না। এমনটা বুঝিয়ে আকরাম খান বলেন, ‘তো আপনি যদি টেস্ট সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।’

এআরবি/আইএইচএস