ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দিল্লির সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ মে ২০২৩

 

এমনিতেই প্লে-অফে এক পা দিয়ে রেখেছিলো চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বিদায় ঘটেছে সবার আগে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে জয়-পরাজয়ে কিছু আসবে-যাবে না দিল্লির, তবে বিপদের কারণ হতে পারে চেন্নাইর।

জিতলে প্লে-অফ নিশ্চিত। হারলে প্লে-অফ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের সামনে ৩ উইকেট হারিয়ে ২২৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

জয়ছাড়া বিকল্প নেই, এই চিন্তা মাথায় রেখেই খেলতে নেমেছে চেন্নাই। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে দুই ওপেনার ঋুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের ব্যাটে চড়ে বড় স্কোরের দিকে এগিয়ে চলে চেন্নাই।

দু’জন মিলে ১৪.৩ ওভারেই ১৪১ রানের বিশাল জুটি গড়ে তোলেন। ৫০ বলে ৭৯ রান করে এ সময় আউট হন ঋুতুরাজ গায়কোয়াড়। ৩টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি। ডেভন কনওয়ে করেন ৫২ বলে ৮৭ রান। ১১টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

শিবাদ দুবে ৯ বলে করেন ২২ রান। মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ৫ রানে এবং রবিন্দ্র জাদেজা ৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে চেন্নাই। দিল্লির হয়ে খলিল আহমেদ, অ্যানরিখ নরকিয়া এবং চেতন সাকারিয়া ১টি করে উইকেট নেন।

আইএইচএস/