ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মনে করেন শান্ত

দুটি ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ, এ পরিস্থিতি আসতে পারে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৬ মে ২০২৩

কেমন কাটলো আইরিশদের বিপক্ষে সিরিজ? দেশে প্রচণ্ড গরম আর স্লো ও লো উইকেটে খেলে অভ্যস্ত টাইগারদের চেমসফোর্ডের ঠান্ডা আবহাওয়া আর ফার্স্ট ও সুইং উইকেটে খেলতে গিয়ে অভিজ্ঞতা কেমন?

টিম বাংলাদেশ দেশে ফেরার সাথে সাথে ভক্ত ও সমর্থকদের কৌতুহলী জিজ্ঞাসা। এ কৌতুহল দমন করতে যারা কথা বলতে পারেন, তাদের কেউ দলের সঙ্গে দেশে ফেরেননি।

অধিনায়ক তামিম ইকবাল, শীর্ষ তারকা সাকিব আল হাসান, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, ওপেনার লিটন দাস আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আসেননি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছুটিতে দেশে ফিরে গেছেন।

দল ঢাকায় ফেরার পর বিমানবন্দরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলতে হলো নাজমুল হোসেন শান্তকে। সিরিজটি এ বাঁহাতি টপ অর্ডারের জন্য দারুণ স্মরণীয় হয়ে আছে, হয়তো থাকবে আজীবন।

কারণ এ সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরানের কৃতিত্ব দেখিয়েছেন শান্ত। ওয়ানডেতে প্রথম উইকেট শিকারের পাশাপাশি সিরিজসেরা পারফরমারের পুরস্কারও উঠেছে তার হাতে।

দলের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি। সবাই পুরো সময়টা দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে।’ তার ধারণা, এটা অব্যাহত রাখতে পারলে সামনের দিকে আরও ভালো কিছু করা সম্ভব।

শান্তর অনুভব, আইরিশদের বিপক্ষে জেতা দুটি ম্যাচই বিশ্বকাপ প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে, আত্মবিশ্বাস দেবে। তিনি বলেন, ‘আমরা যেটা ৩২০ তাড়া করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম। দুটো ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে, বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম, কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। এই জিনিস মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’

এআরবি/এমএমআর/এএসএম