ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেন্নাইকে হারিয়ে টিকে থাকলো কেকেআর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৫ মে ২০২৩

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই। এমন এক পরিস্থিতিতে এবারের আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হলো কলকাতা নাইট রাইডার্স। তাও চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে।

শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে হারাতে সক্ষম হলো নিতিশ রানার দল কেকেআর। এবং আবারো সেই রিঙ্কু সিংয়ের কিধ্বংসী ব্যাটিং। তার অসাধারণ ব্যাটিংয়ের ওপর নির্ভর করে চেন্নাইকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে শাহরুখ খানের দল কেকেআর।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় চেন্নাই সুপার কিংস। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।

এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এলো কলকাতার দলটি। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই সুপার কিংস। রাউন্ড রবিন লিগ পর্বে এই দুই দলের আর একটি করে ম্যাচ বাকি মাত্র।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলার চেষ্টা করেন চেন্নাই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। ৩.৩ ওভারে ৩১ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে যান। ১৩ বলে ১৭ রান করে আউট হন ঋুতুরাজ। ২৮ বলে ৩০ রান করেন ডেভন কনওয়ে।

১১ বলে ১৬ রান করে আউট হন আজিঙ্কা রাহানে। আম্বাতি রাইডু আউট হয়ে যান ৭ বলে ৪ রান করে। শিভাম দুবে ৩৪ বলে করেন ৪৮ রান। রবিন্দ্র জাদেজা ২৪ বলে ২০ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই। কেকেআরের হয়ে ২টি করে উইকেট নেন বরুন চক্রবর্তি এবং সুনিল নারিন। ১টি করে উইকেট নেন ভাইভাব অরোরা এবং শার্দুল ঠাকুর।

জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কেকেআরের। ওপেনার জেসন রয় ১২ রানে এবং রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যান ১ রান করে। ভেঙ্কটেশ আয়ার আউট হন মাত্র ৯ রান করে।

৩৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকতে শুরু করে কেকেআর এবং আরেকটি পরাজয়ের শঙ্কায় ভুগতে থাকে, তখনই ঘুরে দাঁড়ান অধিনায়ক নিতিশ রানা এবং রিঙ্কু সিং। দু’জন মিলে গড়েন ৯৯ রানের জুটি। ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন নিতিশ রানা।

৪৩ বলে ৫৪ রান করে আউট হন রিঙ্কু সিং। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে রিঙ্কু সিংয়ের হাতে। শেষে আন্দ্রে রাসেল ২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আইএইচএস/