যা ভেবে শান্তকে বোলিংয়ে এনেছিলেন তামিম
নাজমুল হোসেন শান্ত নিয়মিত বোলার নন। তবে এই শান্তই আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যখন বাংলাদেশ নিশ্চিত হার দেখছিল, শান্তকে নিয়ে বাজি ধরেন তামিম। জয়টা হয় টাইগার অধিনায়কেরই।
আইরিশদের সামনে লক্ষ্য ছিল ২৭৫ রানের। ৪১ ওভার শেষে ৩ উইকেটেই ২২৩ রান তুলে ফেলে স্বাগতিকরা। ৫৪ বলে দরকার ৫২, হাতে ৭টি উইকেট। বাংলাদেশের হার তখন চোখের সামনেই।
এমন সময়ে টাইগার অধিনায়ক হুট করে আক্রমণে নিয়ে আসেন অকেশনাল স্পিনার শান্তকে। শান্ত নিজের প্রথম ওভারেই উইকেট এনে দেন অধিনায়ককে। সেট ব্যাটার হ্যারি টেক্টরকে আউট করেন অফস্পিনে। সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপরই ভোজবাজির মতো পাল্টে যায় খেলা।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম জানালেন, কেন শান্তকে বোলিংয়ে এনেছিলেন। তরুণ এই ব্যাটার অলরাউন্ডার হয়ে গেলে দারুণ হবে, এমন কথাও বলেন টাইগার দলপতি।
তামিম বলেন, '৪০তম ওভার পর্যন্তও আমার মাথায় ছিল না সে (শান্ত) বল করতে পারে। আমি শান্তকে নিয়ে আসি কারণ মিরাজ খুব ভালো বল করেছে। একদিকে মাঠ বড়, সেদিকে হিট করা খুব সহজ নয়। সে দারুণ (বল) করেছে। সে (শান্ত) যদি অলরাউন্ডার হয়ে যায়, তবে তো দারুণ হবে।'
তামিম স্বীকার করলেন এই ম্যাচটা জিততে পারেন, একটা সময় আশা কমেই গিয়েছিল। তার কথা, 'যদি আমি বলি আমরা জিতব এই বিশ্বাস ছিল, তবে মিথ্যা বলা হবে। তবে ক্রিকেট ফানি গেম। উইকেট পড়লে, স্কোরবোর্ড প্রেসার তৈরি হয়, যা কিনা খুবই খারাপ। যখন ফিজ দুটো উইকেট নিয়ে নিলো, তখন আমরা ভাবতে শুরু করি যে জেতার সুযোগ আছে।'
এমএমআর/