ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুম্বাইকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থানে গুজরাট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৬ এপ্রিল ২০২৩

পয়েন্ট টেবিলের লড়াইটা ভালোই জমে উঠেছে। বেশ কিছুদিন ধরে শীর্ষে ছিলো রাজস্থান রয়্যালস। তাদেরকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। এবার শীর্ষে উঠতে না পারলেও একই সমান্তরাল অবস্থানে এসে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।

মঙ্গলবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। অসাধারণ এই জয়ে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো হার্দিক পান্ডিয়ার দল। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে চেন্নাই সুপার কিংস। ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে মুম্বাই।

প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ২০৭ রান। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে সাকুল্যে ১৫২ রান সংগ্রহ করতে সমর্থ হয়। যার ফলে রোহিত শর্মাদের হার মানতে হয় ৫৫ রানের ব্যবধানে।

টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বাই। রোহিত শর্মার সিদ্ধান্তটা সঠিক ছিল কি না শুরুতে তা বোঝা যাচ্ছিল না। কারণ, ঋদ্ধিমান সাহাকে ৪ রানে ফিরিয়ে দিয়েছিলো মুম্বাই। মুম্বাইকে দারুণ ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন অর্জুন টেন্ডুলকার।

কিন্তু এরপরই শুভমান গিল আর হার্দিক পান্ডিয়ার ঝড় ওঠে। মূলত শুভমান গিলই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। ৩৪ বলে ৫৬ রান করে আউট হন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ছিল ১টি ছক্কার মার। হার্দিক পান্ডিয়া ১৪ বল খেলে আউট হন ১৩ রান করে।

মিডল অর্ডারে বিজয় শঙ্করও খুব একটা ভালো ব্যাট করেননি। ১৬ বলে ১৯ রান করে আউট হন তিনি। তবে ডেভিড মিলার আর অভিনব মনোহর মিলে ঝড় তোলেন। দু’জনের মাঝারি মানের দুটি ইনিংসের ভর করেই গুজরাট তাদের স্কোর ২০০ পার করে ফেলে।

২২ বলে ৪৬ রান করেন ডেভিড মিলার। ২টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৪টি। অভিনব মনোহর ২১ বলে অপরাজিত ছিলেন ৪২ রানে। ৩টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। শেষ মুহূর্তে রাহুল তেওয়াতিয়া ৫ বলে করেন ২০ রান। ৩টি ছক্কার মার মারেন তিনি।

জবাব দিতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ২ রান করেন তিনি। ১৩ রান করেন ইশান কিশান। ২৯ বলে ৩৩ রান করেন ক্যামেরন গ্রিন। ২ রান করে আউট করেন তিলক ভার্মা। ২৩ রান করেন সুর্যকুমার যাদব। টিম ডেভিড শূন্য রানে আউট হয়ে যান।

সর্বোচ্চ ৪০ রান করেন নেহাল ওয়াধেরা। ১৮ রান করেন পিযুস চাওলা। ৯ বলে ১৩ রান করেন অর্জুন টেন্ডুলকার। গুজরাটের হয়ে ৩ উইকেট নেন নুর আহমদ। ২টি করে উইকেট নেন রশিদ খান, মোহিত শর্মা।

আইএইচএস/