ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাতেই দুবাই যাচ্ছেন সাকিব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও শেষ। টিম হোটেলে ফিরে গেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল (বুধবার) থেকে শুরু প্রিমিয়ার লিগ। এখন তাদের মনোযোগ দিতে হবে তাতে।

১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকার ক্লাব ক্রিকেটের ৫০ ওভারের আসরের প্রথম রাউন্ড খেলার অনুমতি আছে জাতীয় দলের সব ক্রিকেটারের। ধারণা করা হচ্ছে, আগামী ১৮ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নামার আগে ১৫ ও ১৬ মার্চ নিজ নিজ ক্লাবের হয়ে খেলবেন প্রায় সবাই। তবে একজনকে নিয়ে আছে সংশয়। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।

মঙ্গলবার (১৪ মার্চ) শেরে বাংলায় ইংল্যান্ডকে তুলোধুনো করা মিশন শেষ করে কয়েক ঘণ্টা পর দুবাইয়ের বিমানে চড়ছেন বাংলাদেশের শীর্ষ তারকা। আজ মঙ্গলবার দিনগত রাত ১টায় ফ্লাইট সাকিবের।

জানা গেছে, দুবাইতে এক স্বর্ণের দোকানের উদ্বোধন করবেন সাকিব। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, সাকিবের সঙ্গে দুবাইতে স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিরো আলমও।

এদিকে সাকিবের খুব কাছের সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশ টি-টোয়েন্টি ক্যাপ্টেন আগামীকাল ওই স্বর্ণের দোকানের উদ্বোধন করে রাতের ফ্লাইটেই দেশে ফিরে আসবেন।

তবে মোহামেডান কর্তারা নিশ্চিত করতে পারেননি যে, সাকিব আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার ফুতল্লায় মোহামেডানের হয়ে গাজী গ্রুপে বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবেন কি না।

এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাগো নিউজকে জানিয়েছেন, বুধবার জাতীয় ক্রিকেটারদের ছুটি। তারা যদি নিজ নিজ ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে চান, তাহলে খেলতে পারবেন।

প্রথম পর্ব তো ২ দিনের। বুধবার যে দলগুলোর খেলা আছে, সেই দলে জাতীয় ক্রিকেটাররা অংশ নিলে পরদিন যাদের খেলা আছে, তারাও তো দাবি করবে তাদের জাতীয় ক্রিকেটারদের খেলাতে। তখন কী করবেন?

জালাল জানান, যেহেতু ১৮ মার্চ আয়ারল্যান্ডের সাথে প্রথম খেলা আর জাতীয় দল সিলেট যাবে ১৬ মার্চ, তাই ওই দিন যাদের খেলা আছে, তারা ক্লাব ম্যাচে খেলে সন্ধ্যার ফ্লাইটে সিলেট চলে যেতে পারবেন।

এআরবি/এমএমআর/কেএসআর