ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

একটি জাতি, ২১টি ট্রফি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

আহা হলুদ। যেন চ্যাম্পিয়নের রং! একটি জাতি দিনের পর দিন ক্রিকেট বিশ্বকে শাসন করছে। রাজ করছে আইসিসির ইভেন্টগুলোতে। তবু ট্রফির ক্ষুধা এতটুকু কমছে না। দলটার নাম যে অস্ট্রেলিয়া! পেশাদারিত্ব যাদের রক্তে, হারার আগে যারা হার মানতে পারে না!

রোববার রাতে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বার আর সবমিলিয়ে ষষ্ঠবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুধু কি এটুকুই?

নারী আর পুরুষ নেই। ক্রিকেটে অস্ট্রেলিয়া জাতিটার জন্মই যেন হয়েছে শিরোপা জেতার জন্য। একটি জাতি, তাদের নামের পাশে ২১টি আইসিসির ট্রফি। ভাবা যায়!

jagonews24

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ছয়টি ট্রফি হলো-২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ আর ২০২৩ সালে।

নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছে একটি বেশি, ৭টি। আসরগুলো হলো-১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫, ২০১৩, ২০২২।

অন্যদিকে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন পাঁচবার-১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ আর ২০১৫।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া একবারই চ্যাম্পিয়ন হয়েছে-২০২১ সালে।

আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া জিতেছে দুটি শিরোপা-২০০৬ আর ২০০৯ সালে।

অর্থাৎ নারীরা অস্ট্রেলিয়াকে আইসিসি শিরোপা এনে দিয়েছেন ১৩টি, পুরুষরা ৮টি। সবমিলিয়ে একটি জাতির ২১টি আইসিসি ট্রফি, যাদের ধারেকাছে নেই কেউ!

এমএমআর/জিকেএস