এক ম্যাচ খেলেই পেশোয়ার একাদশ থেকে বাদ সাকিব
বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। ফরচুন বরিশাল প্লে-অফ থেকে ছিটকে পড়ার পর পাকিস্তানের বিমান ধরেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
সেখানে গিয়েই মাঠে নামারও সুযোগ পান সাকিব। বিপিএলে টপঅর্ডারে দারুণ ব্যাটিং করেছেন। যদিও পিএসএলে পেশোয়ার তাকে নামায় ব্যাটিং অর্ডারে ৭ নম্বরে। ১ বল খেলে ১ রানে অপরাজিত থাকেন সাকিব।
এরপর বল হাতে শুরুটাও করেছিলেন ভালো। প্রথম দুই ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি। কিন্তু তৃতীয় ওভারে সাকিবের ওপর চড়াও হন ইমাদ ওয়াসিম আর শোয়েব মালিক। ওই ওভারে সাকিব দিয়ে ফেলেন ২১ রান।
সবমিলিয়ে ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য সাকিব পরের ম্যাচেই জায়গা হারালেন একাদশ থেকে। আজ (শুক্রবার) মুলতান সুলতানসের বিপক্ষে সাকিবকে ছাড়াই দল সাজিয়েছে পেশোয়ার জালমি। বিশ্বসেরা অলরাউন্ডারের বদলে পেশোয়ারের একাদশে এসেছেন রভম্যান পাওয়েল।
পেশোয়ার একাদশ
মোহাম্মদ হারিস, বাবর আজম (অধিনায়ক), সায়েম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, ভানুকা রাজাপাকসে, রভম্যান পাওয়েল, ওয়াহাব রিয়াজ, খুররাম শাহজাদ, সালমান ইরশাদ, সুফিয়ান মুকিম, জেমস নিশাম।
এমএমআর/এএসএম