সোহান ভাই হয়তো তখন দুষ্টুমি করছিলেন: মিরাজ
আসলে কি ঘটেছিলো তখন? ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান যে তার দলের ব্যাটিং শুরুর আগে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে তর্ক-বিতর্কে লিপ্ত হলেন, সেটা কেন? মাঠের উত্তেজক পরিস্থিতি উদ্ভব ঘটেছিল কেন? এ জন্য দায়ী কে বা কারা?
বিপিএল দেখা প্রতিটি ক্রিকেট অনুরাগীর মনে এখন একটাই কৌতুহলী প্রশ্ন। শেরে বাংলার প্রেসবক্সেও একই প্রশ্ন সবার মনে। ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের খেলা শেষে সংবাদ সম্মেলনেও উঠল এ প্রশ্ন।
তবে দু’দলের হয়ে কথা বলতে আসা ফরচুন বরিশাল অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আর রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন দু’রকম কথা। যে যার পক্ষেই সাফাই গাইলেন।
প্রথম কথা বলতে আসা বরিশাল অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সরাসরি নুরুল হাসান সোহানকে দায়ী না করলেও কথায় বোঝানোর চেষ্টা করলেন, রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বোলার পরিবর্তন করায় পরিস্থিতি অন্যরকম হয়।
মিরাজ বলেন, আমাদের তো ডানহাতি-বাঁহাতি ক্রিজে ছিল। যেহেতু ওদের (রংপুরের) মাহাদী বোলিং শুরু করতে যাচ্ছিলো, আমাদের বাঁ-হাতি ব্যাটার চতুরঙ্গ ডি সিলভা স্ট্রাইক এন্ডে ছিল। সাকিব ভাই ড্রেসিং রুম থেকে বলেছেন, যেন ডান হাতি ব্যাটার স্ট্রাইক নেয়। নিলে একটা এডভান্টেজ পাবে। কারণ এক-দুইটা বল খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই বাইরে থেকে এটাই বলছিলেন। তারপর যখন আবার বিজয় ভাই স্ট্রাইকে আসছে, তখন ওরা (রংপুর ) আবার বাঁ-হাতি বোলার নিয়ে এসেছে। ওরাও এডভান্টেজ নিতে চাচ্ছিলো। আমরা ভেবেছি, ওই সময় সোহান ভাই হয়তো দুষ্টুমি করছিলেন।’
এআরবি/আইএইচএস