ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আজম খানেরও এটা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

এবারের বিপিএলের প্রথম শতরান করলেন আজম খান। সোমবার শেরে বাংলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১০৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেয়ার পথে খুলনা টাইগার্সের এ পাকিস্তানি মিডল অর্ডার নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম শতকটি উপহার দিয়েছেন।

পাকিস্তানে হয়ে তিনটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুটি ইংল্যান্ডের বিপক্ষে আর একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যার দুটিতে ব্যাট হাতে নেমে করেছেন মোটে (৫*+১) ৬ রান।

তবে ঘরোয়া টি-টোয়েন্টিতেও কোনো সেঞ্চুরি ছিল না তার। এটাই আজম খানের পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে (ঘরোয়া এবং আন্তর্জাতিক) প্রথম সেঞ্চুরি। এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৮৮।

আজ মিরপুরের শেরে বাংলায় সে অধরা সেঞ্চুরির স্বাদ পূরণ করলেন মইন খানের ছেলে আজম খান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়াম পেসার মৃত্যঞ্জয় চৌধুরীর করা শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে তিন অংকে পৌঁছান এ পাকিস্তানি। ৯৭ থেকে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে শত রান পূর্ণ করেন আজম খান।

আজ সোমবার শেরে বাংলায় ৩৩ বলে পঞ্চাশ পূরণের পর ১০০-তে পৌঁছাতে খেলেছেন মোট ৫৭ বল। অর্থ্যাৎ পরের ফিফটি করতে খেলেছেন মাত্র ২৪ বলে।

মৃত্যুঞ্জয়ের শেষ বলেও বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৯ রানে। ৫৮ বলে করা এ ইনিংসে আজম খানের ব্যাট থেকে আসে ৮ ছক্কা ও ৯ বাউন্ডারি। আজম খানের উত্তাল শতকে খুলনা টাইগার্সের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৭৮ রানে।

বাবা পাকিস্তানের সাবেক অধিনায়ক মইন খান ছিলেন সুঠামদেহী; কিন্তু ছেলে আজম খান রীতিমত স্থুলকায়। স্বাভাবিকের চেয়ে অনেক ভারি শরীর আজম খানের। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চির মত। ওজন ১০০ কেজির ওপরে। এত ভারি শরীর নিয়ে দৌড়াদৌড়ি, ছুটাছুটি করাও কঠিন।

তারপরও আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বেশ অনেকক্ষণ উইকেটে ছিলেন আজম। তার ১০৯ রানের মধ্যে ৮৪ রানই এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। চার (৯) ও ছক্কা (৮ টি) মিলে মোট ১৭ বার সীমানার ওপারে বল পাঠিয়েছেন। ২১টি সিঙ্গেলস নিয়েছেন। দুটি ডাবলসও ছিল ইনিংসে। পুরো ইনিংসে ডট বল ছিল ১৮ টি।

আজম খানের আগে আর একজন মাত্র পাকিস্তানির বিপিএলে শতরান আছে। তিনি আহমেদ শেজাদ। এই পাকিস্তানি টপ অর্ডার ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি এই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুরন্ত রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে ৪৯ বলে খেলেন ১১৩ রানের ঝড়ো ইনিংস।

প্রসঙ্গতঃ বিপিএলে এর আগের ৮ আসরে মোট শতরান ছিল ২৫টি। আজম খান ২৬ নম্বর শতকটি হাঁকালেন।

এআরবি/আইএইচএস