ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লিটনকে খেপিয়ে পরের বলেই আউট করলেন সিরাজ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

লিটন দাস খেলছিলেন বেশ দেখেশুনে। শুরুর বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। এই সময় অন্য কৌশল নিলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসার 'স্লেজিং' করলেন। লিটন এগিয়ে গিয়ে জবাব দিলেন তার কটু কথার।

মনস্তাত্ত্বিক এই লড়াইয়ে হেরে গেলেন লিটন। সিরাজ স্লেজিং করার ঠিক পরের বলেই লিটন হয়ে গেলেন বোল্ড। ডিফেন্ড করতে গিয়ে বল স্টাম্পে লেগে বেল পড়ে যায় তার। ৩০ বলে ৫ বাউন্ডারিতে লিটন করেন ২৪ রান। দলীয় ৩৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। জাকির হাসান ১২ আর মুশফিকর রহিম ৪ রানে অপরাজিত আছেন।

৫ রান তুলতেই নেই ২ উইকেট। চট্টগ্রাম টেস্টে ভারতকে জবাব দিতে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাস আর অভিষিক্ত জাকির হোসেন এরপর প্রতিরোধ গড়ে তোলেন। ২ উইকেটে ৩৭ রান নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ। লিটন-জাকিরের ৫৯ বলে ৩৪ রানের জুটিটি ভাঙে বিরতির পরপরই।

এর আগে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (০)। তিন নম্বরে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ৪ রান করেন তিনি।

উমেশ যাদবের ১৩৯ গতির ডেলিভারিটি শরীরের বাইরে খেলতে গিয়ে ইনসাইডেজে বোল্ড হয়েছেন ইয়াসির। উড়ে যায় তার লেগ স্টাম্প।

ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪০৪ রানে। তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।

এমএমআর/এএসএম