ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাকিরের অভিষেক, দুই পেসার নিয়ে একাদশ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস হেরে প্রথমে করবে ফিল্ডিং।

বাংলাদেশ একাদশে আজ অভিষেক হচ্ছে উইকেটরক্ষক টপঅর্ডার ব্যাটার জাকির হাসানের। চোটে পড়া তামিম ইকবালের অনুপস্থিতিতে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়।

চোটশঙ্কা কাটিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তিন নম্বরে খেলবেন ইয়াসির আলি। অফফর্মের কারণে নেই অভিজ্ঞ মুমিনুল হক।

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক ভেন্যুতে বাংলাদেশ আজ একাদশ সাজিয়েছে দুই পেসার নিয়ে। উইকেটরক্ষকসহ স্পেশালিস্ট ব্যাটার থাকছেন সাতজন।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

ভারতীয় একাদশ
শুভমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

এমএমআর/জেআইএম