জীবন পেয়ে পরের বলেই আউট বিজয়
সুযোগ বারবার আসে না। পেলে সেটা কাজে লাগাতে হয়। কিন্তু এনামুল হক বিজয় পারলেন না। মোহাম্মদ সিরাজের বলে স্লিপে সহজ ক্যাচ রোহিত শর্মার হাত ফস্কে গেলেও পরের বলেই আউট হয়ে গেলেন ডানহাতি এই ব্যাটার।
ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারালো বাংলাদেশ। এই ১১ রানই ছিল বিজয়ের (৯ বলে ২ বাউন্ডারির সাহায্যে)।
ওভারের পঞ্চম বলে বিজয়ের প্যাডে বল লাগলে আবেদন করেন সিরাজ, আম্পায়ারও আঙুল তুলে দেন। অধিনায়ক লিটন দাসের সঙ্গে পরামর্শ করে রিভিউ নিয়েছিলেন টাইগার ওপেনার। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল মিডল স্টাম্পে আঘাত হানতো।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। লিটন ২ আর নাজমুল হোসেন শান্ত শূন্য রানে অপরাজিত আছেন।
এমএমআর/এমএস