সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা হাঁকালেন পুরান
আবুধাবি টি-টেন লিগে বল হাতে বেদম মার খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার তারকার এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
বুধবার রাতে শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল সাকিবের দল বাংলা টাইগার্স। পাকিস্তানি ইফতিখার আহমেদের ২১ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৫৪ রানের ইনিংসে ভর করে ১০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান তুলে তারা। সাকিব ব্যাট হাতে ৯ বলে ২ চার আর ১ ছক্কায় করেন ১৭।
জবাবে কোহলার-ক্যাডমোর আর নিকোলাস পুরানের জোড়া হাফসেঞ্চুরিতে ৬.১ ওভারেই বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে ডেকান গ্ল্যাডিয়েটর্স। ক্যাডমোর ২১ বলে ৫ চার, ৪ ছক্কায় ৫০ আর পুরান ১৬ বলে ১ চার আর ৭ ছক্কায় খেলেন ৫০ রানের হার না মানা ইনিংস।
সাকিব এক ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তার করা ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলটি ছাড়া বাকি পাঁচ বলেই ছক্কা হাঁকান নিকোলাস পুরান।
সাকিবের বাংলা টাইগার্স লিগে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। তারা আছে তালিকার সাত নম্বর অবস্থানে।
এমএমআর/জিকেএস