ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় লিগে চ্যাম্পিয়ন আকবর আলীর রংপুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০২২

জাতীয় লিগের এক নম্বর টায়ারের শিরোপা উঠলো রংপুরের ঘরে। আজ (বুধবার) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ ম্যাচে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে আকবর আলীর রংপুর বিভাগ।

লো স্কোরিং ম্যাচ জিততে আজ রংপুরের দরকার ছিল মাত্র ৮৮ রান। ৫ উইকেট হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীর দল।

এ জয়ে ডাবল লেগের ৩+৩ = ৬ খেলা শেষে সর্বাধিক ৩৮ পয়েন্ট হয় রংপুরের। যা নিকটতম প্রতিপক্ষ সিলেটের চেয়ে ১৭ পয়েন্ট বেশি। সমান ৬ খেলা শেষে সিলেটের পয়েন্ট ২১। আর রংপুরের সংগ্রহ ৩৮।

সিলেটকে প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট করে ৮১ রানের লিড নেয় আকবর আলীর দল। সেটাই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাখে বড় ভূমিকা।

দ্বিতীয় ইনিংসে সিলেট (১৬৮ রান) প্রথমবারের চেয়ে ৬১ রান বেশি করলেও লাভ হয়নি। সাকুল্যে লিড দাড়ায় ৮৭ রানের।

সিলেটের তিন পেসার তানজিম হাসান সাকিব (৩/২৪), এবাদত হোসেন (১/৭) ও রেজাউর রহমান রাজার (১/১৪) ধারালো বোলিং সত্ত্বেও ৮৮ রানের ছোট্ট লক্ষ্য ছুঁতে সে অর্থে কষ্ট হয়নি রংপুর ব্যাটারদের।

৬১ রানে ইনিংসের অর্ধেকটার পতন ঘটার পর তরুণ মিম মোসাদ্দেক শক্ত হাতে হাল ধরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মিম মোসদ্দেক অপরাজিত থাকেন ৪৩ বলে ২৯ রানে।

সিলেট বিভাগ
প্রথম ইনিংস: ৪৬.১ ওভারে ১০৭/১০
দ্বিতীয় ইনিংস: ৪৯.৩ ওভারে ১৬৮/১০ (তৌফিক খান ৩৬, নাসুম ৩৩, অমিত হাসান ১০, জাকির হাসান ২০, জাকের আলী ১৮, তানজিম সাকিব ১০, রেজাউর রহমান রাজা ১২; আব্দুল্লাহ আল মামুন ৪/৪০, সোহেল রানা ২/২৬, রবিউল ২/৩২)

রংপুর বিভাগ
প্রথম ইনিংস: ৫৭.৩ ওভারে ১৮৮/১০
দ্বিতীয় ইনিংস: ২৩.৩ ওভারে ৮৯/৫ (আব্দুল্লাহ আল মামুন ১০, রিশাদ ২০, মিম মোসাদ্দেক ২৯*, আকবর আলী ১৮, তানজিম সাকিব ৩/২৪)

ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল্লাহ আল মামুন ( রংপুর )।

এআরবি/এমএমআর/এমএস