ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আগের বলেই সোহানকে সতর্ক করেছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩০ অক্টোবর ২০২২

শেষ বলের নাটকীয়তা এই বিশ্বকাপে যেন এক অমোঘ সত্যে পরিণত হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়েছিল শেষ বলে। জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচও শেষ হলো শেষ বলে। এবার একই পরিণতি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচেও।

কিন্তু বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বলে তৈরি হয়েছিল দারুণ এক নাটকীয়তা। শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ৫ রান। মোসাদ্দেক হোসেন সৈকতের বলটিতে মুজারাবানিকে স্ট্যাম্পিং করেছিলেন নুরুল হাসান সোহান। সঙ্গে সঙ্গেই বিজয়ের আনন্দে উল্লাস করে ওঠে টাইগার ক্রিকেটাররা।

কিন্তু বাদ সাধেন টিভি আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্পে আসার আগেই ধরে ফেলেন সোহান। যার ফলে মুজারাবানি নট আউট এবং নিয়মানুযায়ী বলটি নো। হ্যান্ডশেক করে মাঠ ছেড়ে যাওয়ার পর আবার শেষ বল খেলতে মাঠে নামেন বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা।

যদিও শেষ বলটিতে আর কোনো রান নিতে পারেননি মুজারাবানি। ৩ রানের জয় দিয়ে নাটকীয়তার সমাপ্তি ঘটায় বাংলাদেশ। সে সঙ্গে শেষ হয় স্নায়ুক্ষয়ী এক উত্তেজিত অবস্থার।

এই জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে সোহানের সেই ভুল। স্ট্যাম্পে যাওয়ার আগেই বলটি ধরে ফেলার ভুল করে বাংলাদেশকেই হারাতে বসেছিলেন তিনি। অথচ সেই বলের আগেই নাকি সাকিব আল হাসান সতর্ক করেছিলেন সোহানকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব জানান, রিচার্ড এনগারাভার স্টাম্পিংয়ের সময়ও সোহানকে একটু বেশি এগিয়ে আসতে দেখে সতর্ক করেছিলেন, ‘আগের বলে (এনগারাভার আউটের সময়) আমি ওকে বলেছিলাম সতর্ক থাকতে, কারণ ওর হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। ভাবা যায় না সেটাই পরে হলো। আমি বলব দারুণ এক ম্যাচ হয়েছে। যারা খেলা দেখতে এসেছেন তাদের জন্যও দারুণ ছিল।'

১৫১ রান করতে গিয়ে জিম্বাবুয়েকে ম্যাচে রেখেছিলেন শন উইলিয়ামস। ১৯তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে রান আউটের আগে তিনি করেন ৪২ বলে ৬৪ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে তিনি জানান, তারা বেরিয়ে যাওয়ার সময় আম্পায়ারদের ডাকে টের পান নো বলের কথা, ‘মাঠ ছাড়ার সময়ই আমরা টের পাই। আম্পায়াররা আমাদেরকে থামান যে নো বল হয়েছে কিনা দেখার জন্য। পরে বড় স্ক্রিনে দেখলাম।'

রোববার ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ১৫০ রানের স্কোর গড়ে বাংলাদশে। জবাব দিতে নামা জিম্বাবুয়ে শুরুতেই তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং তোপের মুখে পড়ে যায়। তাসকিন নেন ৩ উইকেট এবং মোস্তাফিজ নেন ২ উইকেট।

আইএইচএস/