ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেদারল্যান্ডসকে ১১২ রানের লক্ষ্য দিলো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২২

শুরুর দিকে উইকেট ধরে রেখেই স্কোরটা বড় করতে পারলো না আরব আমিরাত। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে আরব আমিরাত।

কার্দিনিয়া পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সে কারণেই হয়তো আরব আমিরাত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ওপেনার মোহাম্মদ ওয়াসিম সর্বোচ্চ ৪১ রান করেন ৪৭ বল খেলে। ১টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

দুই ওপেনারই শুরুটা করেছিলেন খুব মন্থর গতিতে। ২০ বল খেলে ১২ রান করে আউট হন অন্য ওপেনার চিরাগ সুরি। কাশিপ দাউদ ১৪ বলে করেন ১৫ রান। ভৃত্য অরভিন্দ ২১ বলে করেন ১৮ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয় আরব আমিরাত। বাস ডি লিডি নেন সর্বোচ্চ ৩ উইকেট। ফ্রেড ক্লাসেন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন টিম প্রিঙ্গল এবং রোয়েলফ ফন ডার মারউই।

আইএইচএস/