এতো পরে ব্যাটিংয়ে নামার কারণ জানালেন সাকিব
সবশেষ এশিয়া কাপসহ গত দুই বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মিত তিন নম্বরে ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ তিনি নেমেছেন সাত নম্বরে।
সাকিবের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেই জানানো হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে খেলানো হবে চার নম্বরে। আর নিয়মিত ওপেনার লিটন দাসকে খেলানো হচ্ছে তিন নম্বরে।
ফলে স্বাভাবিকভাবেই পাঁচ নম্বরের আগে সাকিবের নামার সম্ভাবনা কমে গিয়েছিল। কিন্তু কিউদের বিপক্ষে তিন উইকেট পড়ে যাওয়ার পরেও দেখা নেই সাকিব। এমনকি চতুর্থ উইকেট পতনের পরেও নামেননি তিনি। ১৪তম ওভারে পঞ্চম উইকেট পড়ার পর সাত নম্বরে গিয়ে নামেন সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো সাত নম্বরে নামলেন তিনি। এর আগে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে দুই ম্যাচে এতো পরে ব্যাটিংয়ে নেমেছিলেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে প্রায় চার বছর পর সাত নম্বরে নামার কারণ জানিয়েছেন।
মূলত নিউজিল্যান্ডের দুই স্পিনার মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি দুর্দান্ত বোলিং করছিলেন বিধায় উইকেটে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতেই মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলি রাব্বিকে আগে পাঠিয়ে পরে নেমেছেন বাংলাদেশের অধিনায়ক।
অফস্পিনার ব্রেসওয়েল চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, হয়েছেন ম্যাচসেরা। লেগস্পিনার সোধি ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সোধির শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকান নুরুল হাসান সোহান। এর বাইরে প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন সোধি।
এ দুই স্পিনারের কথা মাথায় রেখেই ব্যাটিং অর্ডারে এতো নিচে নেমেছেন জানিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি আসলে আরও ওপরে ব্যাটিং করার কথা ছিল। তবে দুই স্পিনার বেশ ভালো বোলিং করছিল। তাই আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতে চেয়েছি।’
প্রতিপক্ষের স্পিনার কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মতে, আগেই ব্যবহৃত উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিছু বড় শট খেলার চেষ্টা ছিল। মাঝে কয়েকটি উইকেট হারিয়ে আর পথ খুঁজে পাইনি।’
টপঅর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে জানিয়ে সাকিব বলেন, ‘ওপরের সারির প্রথম চারজনের মধ্যে অন্তত দুজনকে ভালো খেলতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত থাকতে হবে। এটি নিয়েই আমাদের অনেক কথা হচ্ছে। আশা করি সামনে ভালো হবে।’
এসএএস/জেআইএম