ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শোয়েব আখতারের ভয়

‘বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:২১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে দলে ফিরিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে দলে জায়গা হয়নি মারকুটে টপঅর্ডার ব্যাটার ফাখর জামানের। তার বদলে সুযোগ পেয়েছেন শান মাসুদ। পাকিস্তানের এই বিশ্বকাপ দল নিয়ে মোটেও খুশি নন শোয়েব আখতার।

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও হেড কোচ সাকলায়েন মুশতাককে রীতিমতো ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক গতিতারকা। তার মতে, আধুনিক ক্রিকেটের কিছুই বোঝেন না মুশতাক। এমন দল দেখে শোয়েব ভয় পাচ্ছেন, হয়তো প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাবে পাকিস্তান।

ইউটিউবে নিজের চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন শোয়েব। তার ভাষ্য, ‘এটা কেমন দল নির্বাচন? তারা বলেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা ধরে রাখা হবে যেটি সবার পছন্দ হবে। কিন্তু মিডল-অর্ডারে কোনো পরিবর্তন না এনে এটি কেমন সিদ্ধান্ত?’

‘মূল সমস্যা ছিল মিডল অর্ডারে কিন্তু নির্বাচকরা এটিকে গুরুত্বই দিলো না এবং কোনো পরিবর্তনও করলো না। আমি অনেকবার বলেছি ফাখর জামানকে প্রথম ছয় ওভার খেলতে দিন কারণ অস্ট্রেলিয়ায় ওর জন্য তা মানানসই হবে এবং বাবর আজমকে টপ অর্ডারে রাখুন।’

এসময় সাবেক সতীর্থ ও দলের হেড সাকলায়েনের সমালোচনায় শোয়েব বলেন, ‘যখন প্রধান নির্বাচক গড়পড়তা মানের, তখন এমন সিদ্ধান্তই আসবে। সাকলায়েন ২০০২ সালে শেষ ক্রিকেট খেলেছে। সে আমার বন্ধু তাই বলতে খারাপ লাগছে। কিন্তু আমার মনে হয় না টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো ধারণা তার আছে।’

তবে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের ওপর আস্থা রয়েছে তার, ‘অন্যদিকে মোহাম্মদ ইউসুফ আছে দলের সঙ্গে। সে থাকতে কীভাবে আমাদের ব্যাটিং পারফর্ম করে না? ড্রেসিংরুমের জন্য বড় সম্পদ ইউসুফ। কিন্তু আমি জানি না এই দলে তার কথা বলার জায়গা কতটুকু।’

ব্যাটিং অর্ডারে ইফতিখার আহমেদের উপস্থিতি নিয়েও সমালোচনা করেছেন শোয়েব। টুকটুক ব্যাটিং করা সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের সঙ্গে তুলনা করে শোয়েব বলেন, ‘মাশাআল্লাহ্! ইফতিখার (আহমেদ) তো দ্বিতীয় মিসবাহ। আমাদের আগে থেকেই (ধীর ব্যাটিং করা) মোহাম্মদ রিজওয়ান আছে, এখন ইফতিখারও যোগ দিলো।’

তাই বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কার কথা জানিয়ে শোয়েব বলেছেন, ‘এই দল নিয়ে আমরা হয়তো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাবো। আমি ভয় পাচ্ছি কারণ আমাদের ব্যাটিংয়ে কোনো গভীরতা নেই। আমাদের অধিনায়কও এই ফরম্যাটের সঙ্গে মানানসই নয় কারণ সে সবসময় দৃষ্টিনন্দন কভার ড্রাইভের খোঁজে থাকে।’

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।

রিজার্ভ: ফাখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ ধানি।

এসএএস/এমএস