ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অধিনায়কের বিদায়ী ম্যাচে দুই তারকাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এটিই দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের শেষ ওয়ানডে ম্যাচ। এই ম্যাচটিতে দলের দুই তারকা মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অসিরা। ইনজুরিতে ছিটকে গেছেন স্টয়নিস, বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্নারকে।

পিঠের পাশের পেশির চোটে শেষ ম্যাচ খেলতে পারবেন না পেস বোলিং অলরাউন্ডার স্টয়নিস। পার্থে ফিরে ভারত সফরের আগে নিজেকে প্রস্তুত করার মিশনে লেগে যাবেন তিনি। অন্যদিকে টানা খেলার কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের অংশ হিসেবে বিশ্রাম পেয়েছেন বাঁহাতি ওপেনার ওয়ার্নার।

যার ফলে নিজের বিদায়ী ওয়ানডেতে দীর্ঘদিনের উদ্বোধনী সঙ্গীকে পাবেন না ওয়ার্নার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার চতুর্থ সেরা জুটি ফিঞ্চ-ওয়ার্নার। তারা দুজন জুটি বেছে ১২টি সেঞ্চুরিসহ মোট ৩৭৮৮ রান করেছেন। এখন শেষ ম্যাচে ওয়ার্নারের জায়গায় মার্নাস লাবুশানকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

শেষ ম্যাচের স্কোয়াডে দুজন না থাকলেও বদলি হিসেবে নেওয়া হয়েছে একজনকে। তিনটি ওয়ানডে ম্যাচ খেলা ডানহাতি পেসার নাথান অ্যালিসকে ডাকা হয়েছে সিরিজের শেষ ম্যাচটির জন্য। এছাড়া স্কোয়াডে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামানোর জন্য রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস।

এসএএস/এমএস