ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৫ উইকেট পাওয়া ভাগ্যের ব্যাপার, বললেন ‘ম্যাচসেরা’ তাইজুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ এএম, ১৭ জুলাই ২০২২

এমন স্বপ্নের প্রত্যাবর্তন! ওয়ানডে ফরম্যাটে তার সুযোগ মেলে কালেভদ্রে। সাকিব আল হাসান থাকলে হয়তো সিরিজের শেষ ম্যাচটিতেও সাইডবেঞ্চেই বসে থাকতে হতো!

সেই তাইজুল ইসলাম ২৮ মাস ১০ দিন পর ওয়ানডে একাদশে সুযোগ পেলেন। আর বল হাতে নিয়েই করলেন বাজিমাত। ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তাইজুলই হলেন তৃতীয় ও শেষ ওয়ানডের ম্যাচসেরা।

২০১৪ সালে ওয়ানডে অভিষেকের পর ৮ বছরে এই ফরম্যাটে ম্যাচ খেলেছেন মাত্র ৯টি। আজকেরটিসহ ধরলে ১০টি। ক্যারিয়ারের নবম আর দশম ওয়ানডের মাঝে ফারাক ৮৬১ দিনের!

প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে রাখতে তাই যেন নিজের সবটুকুই ঢেলে দিলেন। করলেন ক্যারিয়ারসেরা বোলিং, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ফাইফার।

আজ (শনিবার) গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাইজুলের ঘূর্ণির সামনেই কুপোকাত ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ১৭৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ পায় ৪ উইকেটের জন্য।

বল হাতে রীতিমত দুর্দান্ত ছিলেন তাইজুল। ক্যারিবীয় প্রথম ৭ ব্যাটারের ৫ জনকেই আউট করেছেন বাঁহাতি এই স্পিনার। তার মধ্যে আবার তিনটি বোল্ড, দুটি স্টাম্পিং।

ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে তাইজুল বলেন, ‘৫ উইকেট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি সুযোগের জন্য বসে ছিলাম। সুযোগ পেলে কাজে লাগাব এমনটাই ভাবছিলাম। আমি শুধু উইকেটের চরিত্র বুঝে বল করার চেষ্টা করেছি।’

এমএমআর/এমকেআর