ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবারের বিশ্বকাপে ভারত হট ফেবারিট: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১১ জুলাই ২০২২

ইংল্যান্ডের ভিত্তিতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভারতের পারফরম্যান্সে যারপরনাই মুগ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সিরিজের শেষ ম্যাচটি হারলেও, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতকে হট ফেবারিট মানছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫০ ও ৪৯ রানে জিতেছিল ভারত। রোববার শেষ ম্যাচে তারা হেরেছে ১৭ রানে। তবে ইংল্যান্ডের ২১৫ রানের জবাবে সুর্যকুমারের ৫৫ বলে ১১৭ রানের সুবাদে ১৯৮ রান করে ফেলে ভারত।

চির প্রতিদ্বন্দ্বী দেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং যোগ্য দল হিসেবেই সিরিজটি জিতেছে। দারুণ বোলিং পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিতভাবেই তারা ফেবারিট।’

অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের বিশ্বাস, চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দেশের চ্যাম্পিয়ন হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে তিন নম্বরে রয়েছে বাবর আজমের টি-টোয়েন্টি দল।

মেলবোর্নে আইসিসি ডিজিটালে ওয়াকারের ভাষ্য, ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিংবান্ধব হয়। আমাদের দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা এসব কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে।’

এসএএস/এএসএম