ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাচের মাঝপথে করোনা ধরা পড়লো ম্যাথিউজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০১ জুলাই ২০২২

চলছে গল টেস্ট। দুইদিন খেলেছেনও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ম্যাচের মাঝপথে হঠাৎ ধরা পড়লো তার করোনা। ফলে লঙ্কান এই অলরাউন্ডারকে বাকিদের সংস্পর্শ থেকে সরিয়ে নেওয়া হয়েছে দ্রুত।

গল টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে ম্যাথিউজের করোনা পজিটিভ হয়। তার বদলি হিসেবে শ্রীলঙ্কা একাদশে ঢুকে পড়েছেন ওসাদা ফার্নান্ডো।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথিউজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। গতকালের র্যাপিড এন্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়েছে তার। শরীর খারাপ অনুভূত হলে তার এই টেস্ট করা হয়। কোভিড-১৯ প্রটোকল মেনে তাকে দলের বাকি সদস্যদের থেকে আলাদা করা হয়েছে।’

তবে ম্যাথিউজের করোনা পজিটিভ ধরা পড়লেও লঙ্কান স্কোয়াডের বাকি সদস্যদের টেস্ট করানো হয়নি। কোভিড প্রটোকল অনুসারে, কোনো খেলোয়াড়ের মধ্যে কেবল কোভিডের লক্ষণ থাকলে তবেই তার টেস্ট করানোর বাধ্যবোধকতা রয়েছে।

এমএমআর/জিকেএস