ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন ইয়াসির রাব্বি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২২ জুন ২০২২

পিঠের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। সেই ইনজুরি থেকে সঠিকভাবে সেরে না ওঠায় ডাক্তাররা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়োন্ট সিরিজ খেলতেও বারণ করে দিয়েছেন।

অর্থ্যাৎ সাদা বলের এই দুই সিরিজ থেকেও ছিটকে পড়লেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে তিনদিনের যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, ওই ম্যাচের প্রথম দিনই, ১০ই জুন পিঠের ইনজুরিতে পড়েন ইয়াসির।

এরপর এমআরআই স্ক্যান করে দেখা হয়, পিঠের ব্যথার কারণ হচ্ছে মেরুদণ্ডের হাড়ে ছিড় ধরা পড়েছে। ওই সময়ই বলা হয়েছিল ২ থেকে ৩ সপ্তাহ লাগতে পারে এই ব্যথা থেকে সেরে উঠতে। আশা করা হচ্ছিল ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিরতে পারবেন তিনি।

কিন্তু এখন দেখা যাচ্ছে, এই ব্যাটারের মাঠে ফিরতে আরও বেশ কিছু সময় লাগবে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, ‘পিঠের ইনজুরি থেকে যে সময়ের মধ্যে সেরে ওঠার আশা করা হয়েছিলো, ইয়ারি আলি সে সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি। যে কারণে রিহ্যাবও শুরু করতে পারেননি তিনি। এখন শারীরিক কোনো কিছু করার আগে তাকে অবশ্যই দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে। সুতরাং, তার এই ইনজুরি সময়টা আরও বাড়বে। যে কারণে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের বাকি সব ম্যাচও তিনি আর খেলতে পারবেন না।’

বিসিবি জানিয়েছে, ইয়াসির আলী রাব্বি দেশে ফিরে আসবেন এবং বিসিবির মেডিক্যাল টিমের তত্বাবধানে ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাবেন।

আইএইচএস/