জয়ের লক্ষ্যে পাঁচ দিন খেলতে চায় বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টের দুই দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের হাতে। প্রথম ইনিংসে ১৬২ রানের লিড নিয়েছে তারা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৫০ রানের মধ্যে তুলে নিয়েছে দুইটি উইকেট।
আজ (শনিবার) ১১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা। হাতে আছে ৮টি উইকেট। এই ৮ উইকেট নিয়েই আরও ১১২ রান করতে তারপরই লক্ষ্য ছুড়ে দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। যা বেশ কঠিন কাজই বটে।
প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হওয়ায় বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকও পাওয়া যাবে না তেমন একটা। তবু হাল ছাড়তে রাজি নয় সাকিব আল হাসানের দল। ব্যাটারদের দিকে তাকিয়ে পুরো পাঁচ দিনেই ম্যাচটি নিতে চায় টাইগাররা।
দ্বিতীয় দিনের খেলা শেষে দলের পেসার খালেদ আহমেদ বলেছেন, ‘আমরা জেতার জন্যই খেলবো। চেষ্টা থাকবে ব্যাটাররা স্কোরবোর্ডে যত রান তুলতে পারে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো। বোলারদের জন্য অত সাহায্যও নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ ভালো খেলবে।’
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া সমান দুই উইকেট খালেদ আহমেদ ও এবাদত হোসেন। এর মধ্যে খালেদই ফিরিয়েছেন ইনিংসের দুই হাফসেঞ্চুরিয়ান ক্রেইগ ব্রাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউডকে।
নিজের বোলিং সম্পর্কে স্বস্তি প্রকাশ করে খালেদ বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুইটা টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছে ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি।’
এসএএস/এমএস