ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেন্নাইকে হেসেখেলেই হারালো পান্ডিয়ার গুজরাট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৫ মে ২০২২

ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের সামনে খুব বড় কোনো লক্ষ্য ছুঁড়ে দিতে পারেননি চেন্নাই সুপার কিংস। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চেন্নাই।

জবাব দিতে নেমে দেখেশুনেই খেলেছে গুজরাট টাইটান্স এবং একেবারে শেষ ওভারে গিয়ে তারা জয়লাভ করলো ৭ উইকেটের ব্যবধানে। ১৯.১ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটান্স।

ঋদ্ধিমান সাহার ধৈর্য্যশীল ব্যাটিংয়ের ওপর ভর করেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে গুজরাট। ৫৭ বল খেলে অপরাজিত ৬৭ রান করেন ঋদ্ধিমান সাহা। ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

আরেক ওপেনার শুভমান গিল ১৭ বলে ১৮ রান করেন। ৩টি বাউন্ডারির মার ছিলো তার ইনিংসে। ম্যাথ্যু ওয়েড ১৫ বলে ২০ রান করে আউট হন। ২টি বাউন্ডারির মার মারেন তিনি। হার্দিক পান্ডিয়া করেন ৬ বলে ৭ রান। ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

এই জয়ের পর ১৩ ম্যাচ শেষে গুজরাটের পয়েন্ট দাঁড়িয়েছে ২০। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৮। তারা রয়েছে ৯ম স্থানে।

আইএইচএস/