সীমান্ত অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন দেখে অবাক জ্যোতি
‘মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল’- এই স্লোগান ধারণ করে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে শুরু হয়েছে ‘প্রয়াস লেজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ৪টি দল লেজেন্ডস অব মহারশি, লেজেন্ডস অব সোমেশ্বরী, লেজেন্ডস অব গজনী অবকাশ ও লেজেন্ডস অব সীমান্ত।
বুধবার (৪ মে) বেলা ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুরের মেয়ে, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিজ এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ও উদ্বোধনের আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে জ্যোতি বলেন, ‘এই টুর্নামেন্টের আয়োজন দেখে আমি অবাক হয়েছি। ঝিনাইগাতীর মতো জায়গায় এতো সুন্দর একটি আয়োজন! আগে এই টুর্নামেন্ট সম্পর্কে শুনেছিলাম এখন দেখে অবাক হয়েছি। কখনও যদি এই টুর্নামেন্টে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি চেষ্টা করবো পাশে থাকার।’
এরপর তিনি লেজেন্ডস অব মহারশি বনাম লেজেন্ডস অব সোমেশ্বরী দলের খেলা উপভোগ করেন।
আয়োজক কমিটির আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন পাঠান বলেন, ‘প্রযুক্তিতে আসক্ত হয়ে অনেকে সর্বস্ব হারাচ্ছে, কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, আবার অনেকে আত্মহত্যার মতো সিদ্ধান্তও নিচ্ছে। তরুণ প্রজন্মকে প্রযুক্তি ছেড়ে মাঠের খেলায় আগ্রহী করতে আমরা প্রতি বছর এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের করে থাকি। তবে আমাদের এই টুর্নামেন্টে যারা খেলে তারা এলাকার কিংবদন্তি খেলোয়াড় ছিল যারা এখন নিয়মিত খেলে না, সেইসব সিনিয়রদেকে লেজেন্ডস আখ্যা দিয়ে আমরা লেজেন্ডস কাপ আয়োজন করি, যেটা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘ঝিনাইগাতী উপজেলাকে আরও পরিবেশবান্ধব করতে ফাইনাল খেলায় উপস্থিত সকল দর্শকদের জন্য উপহার হিসেবে থাকে পরিবেশবান্ধব গাছ, যেটা আমরা প্রতি বছরই দিয়ে থাকি।’
এসএএস/জিকেএস