মিরাজের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নাঈম হাসান
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে গিয়ে আঙ্গুল ফাটান মেহেদী হাসান মিরাজ। যেদিন তিনি ইনজুরিতে পড়েন, সেদিনই ঘোষণা করা হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল। যে দলের অন্যতম সদস্য ছিলেন মিরাজ।
কিন্তু শেষ পর্যন্ত জানা গেলো, আঙ্গুলের ইনজুরি সেরে উঠতে সময় লাগবে মিরাজের। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মন্তব্য দিয়ে প্রচার করা হয় এই খবর।
অবশেষে আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট খেলতে পারবেন না মিরাজ। আঙ্গুলের ইনজুরির কারণে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।
বরং, মিরাজের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে প্রথম টেস্টের দলে নেয়া হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।
বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেসের ওপর নির্ভর করছে তার দলে থাকা না থাকা)।
আইএইচএস/