ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কলকাতার অধিনায়ককে নিয়ে শাস্ত্রির বড় বার্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৮ এপ্রিল ২০২২

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রেয়াস আইয়ার। এর আগে দুই আসরে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে নেতৃত্বে নজর কাড়ার পর এবার কলকাতার হয়েও শুরুটা খারাপ হয়নি শ্রেয়াসের।

ভারতের কিংবদন্তি অলরাউন্ডার ও সাবেক হেড কোচ রবি শাস্ত্রির মতে, শ্রেয়াসের মধ্যে অধিনায়কত্বের ব্যাপারটি সহজাতভাবেই রয়েছে। সামনের দিনগুলোতে যেকোনো দলের নেতৃত্বে আরও ভালো করবেন শ্রেয়াস, এমনটাই বিশ্বাস শাস্ত্রির।

চলতি আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তিনটি করে জয়-পরাজয়ের দেখা পেয়েছে কলকাতা। তবে টুর্নামেন্ট যত এগোবে, শ্রেয়াস আরও ভালো করবেন বলেই মনে করেন শাস্ত্রি। স্টার স্পোর্টসের এক আলোচনা অনুষ্ঠানে কলকাতার অধিনায়ককে নিয়ে এসব কথা বলেছেন তিনি।

শাস্ত্রির ভাষ্য, ‘অধিনায়কত্ব সহজাতভাবেই আসে শ্রেয়াসের মধ্যে। তার আক্রমণাত্মক অধিনায়কত্ব দেখুন। মনেই হয় না যে প্রথমবারের মতো কলকাতার অধিনায়ক হয়েছে সে। এমন মনে হয় যেনো গত কয়েক মৌসুম ধরে এই দলের নেতৃত্ব তার কাঁধে।’

তিনি আরও যোগ করেন, ‘শ্রেয়াসের চিন্তাভাবনা খুবই পরিষ্কার। সে জানে একজন ব্যাটার হিসেবে কেমন ক্রিকেট খেলতে হবে তার। একইভাবে অধিনায়ক হিসেবে দলকে প্লে-অফে নেওয়ার জন্য কী করণীয় সেটিও খুব ভালোভাবে জানা আছে তার।’

শাস্ত্রি ছাড়াও বিখ্যাত ধারাভাষ্যকার ও সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ইয়ান বিশপও শ্রেয়াসের প্রশংসা করেছেন। টানা দুই ম্যাচ হারলেও, শ্রেয়াসের অধীনে ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা- এমনটাই মনে করেন বিশপ।

তিনি বলেছেন, ‘আমার মতে, পরপর দুই পরাজয়ের পরও নিজ দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে শ্রেয়াসের। সে যখন দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক হলো, প্রতি মৌসুমে তাদের শুধু উন্নতিই হয়েছে। নিঃসন্দেহে কলকাতার হয়েও দারুণ করবে সে।’

এসএএস/এমএস