ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডের নতুন অধিনায়ক হবেন কে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২২

শুক্রবার আকস্মিক এক ঘোষণায় ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন জো রুট। প্রায় পাঁচ বছরের দায়িত্বকালে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে (৬৪) অধিনায়কত্ব, সবচেয়ে বেশি জয় (২৭) ও সবচেয়ে বেশি হার (২৭)- সব রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি।

এখন তার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আলোচনার কেন্দ্রে রয়েছে, ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হবেন- সেটি। এ দৌড়ে দলের সহ-অধিনায়ক হিসেবে বাকি সবার চেয়ে এগিয়েই রয়েছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। এছাড়া স্টুয়ার্ট ব্রড, জস বাটলার; এমনকি ররি বার্নসের নামও শোনা যাচ্ছে।

তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসের হুসেইন নিজেদের পূর্ণ সমর্থন দিয়েছেন স্টোকসের প্রতি।তারা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে রুটের পর স্টোকসই দলকে এগিয়ে নিতে পারবেন। তাই নতুন অধিনায়ক হিসেবে স্টোকসের নামই বলছেন তারা।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেছেন, ‘আমি তো স্টোকস ছাড়া আর কাউকে দেখি না যে এই দায়িত্ব নিতে পারে এবং দলেও তার জায়গা নিশ্চিত আছে। বেন স্টোকসের মাঝে আপনি নিশ্চিতভাবেই স্মার্ট ক্রিকেট ব্রেইন পাবেন। সে নিজের সর্বোচ্চ নিংড়ে দিতে প্রস্তুত।’

পাশাপাশি আরেক অধিনায়ক মাইকেল আদারটনও স্টোকসের পক্ষে কথা বলেছেন। তার মতে, রুটের জায়গায় নিশ্চিতভাবেই স্টোকসকে দায়িত্ব দেওয়া উচিত। অন্যদিকে নাসের হুসেইনের মতে, প্রকৃতিপ্রদত্ত প্রতিভা থাকায় স্টোকসেরই উচিত নতুন অধিনায়ক হওয়া।

ডেইলি মেইলে নিজের কলামে নাসের লিখেছেন, ‘এ দায়িত্ব পালনের জন্য আপনাকে মানসিক ও শারীরিকভাবে ভালো জায়গায় থাকতে হবে। মাঠের বাইরে স্টোকসের সমস্যা ছিল। তাই নতুন পরিচালকের উচিত হবে স্টোকসের সঙ্গে বসে সব বিষয়ে আলোচনা করে নেওয়া।’

তবে স্টোকসকে আপাতত দায়িত্ব না দেওয়া হলে সংক্ষিপ্ত মেয়াদে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের ব্যাপারে নিজের মত দিয়েছেন নাসের। বিশেষ করে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়ায় ব্রড নিজেকে প্রমাণ করতে চাইবে বলে এটি ইংল্যান্ডের জন্য ভালো হবে বলে বিশ্বাস নাসেরের।

তিনি লিখেছেন, ‘স্টুয়ার্ট ব্রডের ক্রিকেট ব্রেইন দুর্দান্ত। তার অভিজ্ঞতা অনেক এবং সে একজন দারুণ ফাইটার যে কি না সব ম্যাচেই জিততে চায়। শেষ কয়েক মাসে দল থেকে বাদ পড়ায় নিজেকে প্রমাণেরও সুযোগ খুঁজছে সে। আমরা জানি এমন অবস্থায় কতটা ভয়ংকর হতে পারে ব্রড।’

এসএএস/জিকেএস