ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাচের মাঝপথে করোনা পজিটিভ দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২২

দ্বিতীয় টেস্ট চলাকালেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার সারেল এরউই ও উইয়ান মাল্ডার। গেবেখায় চলতি ম্যাচে আর খেলতে পারবেন না এ দুই ক্রিকেটার।

এরউইয়ের জায়গায় দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেক হয়েছে খায়া জন্ডোর। অন্যদিকে মাল্ডারের জায়গায় নেওয়া হয়েছে গ্লেন্টন স্টারম্যানকে। প্রোটিয়াদের ১১৯তম টেস্ট ক্রিকেটার জন্ডো।

আজ (সোমবার) সকালে শারীরিক অসুস্থতার কথা জানান এরউই ও মাল্ডার। পরে তাদের করোনা টেস্ট করা হলে সেখানে পজিটিভ ধরা পড়ে। তাই দুই দলের সমঝোতার ভিত্তিতে করোনা সাব হিসেবে নামানো হয়েছে জন্ডো ও স্টারম্যানকে।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি ও এই ম্যাচে দলের সঙ্গে নেই।

এসএএস/জিকেএস