দুই হারের পর ঘুরে দাঁড়াতে নামছে মোস্তাফিজের দিল্লি
আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের শুরুটা দারুণ করেছিল দিল্লি ক্যাপিট্যালস। কিন্তু পরের দুই ম্যাচে এবারের নবাগত দুই দল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে এখন কোণঠাসা অবস্থায় মোস্তাফিজুর রহমানের দল।
আজ ঘুরে দাঁড়ানোর মিশনে গত আসরের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি। আইপিএলের গত আসরে কলকাতার কাছে হেরেই শেষ হয়ে গিয়েছিল দিল্লির ফাইনাল খেলার স্বপ্ন। তাই এবার তাদের সামনে এটি প্রতিশোধের মিশনও বটে।
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি মোস্তাফিজ। পরের দুই ম্যাচে দলে ফিরে করেছেন কিপটে বোলিং। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।
এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ভালো নেট রানরেটের সুবাদে সবার ওপরে রয়েছে কলকাতা। মোস্তাফিজরা তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনিল নারিন, উমেশ যাদব, রাসিক সালাম ও ভরুন চক্রবর্তী।
দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, এনরিচ নর্টজে ও মোস্তাফিজুর রহমান।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুইটিতে জিতেছে রাজস্থান। তারা রয়েছে পাঁচ নম্বরে। অন্যদিকে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট হলেও, নেট রানরেটের কারণে চারে রয়েছে লখনৌ।
লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথম, জেসন হোল্ডার, আভেশ খান, রবি বিষ্ণুই ও দুশমন্ত চামিরা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একদশ: জস বাটলার, যশবি জাসওয়াল, দেবদূত পাড্ডিকাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নবদ্বীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, প্রাসিদ কৃষ্ণা ও ইয়ুজভেন্দ্র চাহাল।
এসএএস/জেআইএম