ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের কাছে হার এখনও পোড়াচ্ছে পাকিস্তান অধিনায়ককে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৭ এএম, ২৯ মার্চ ২০২২

পাকিস্তানের মেয়েরা এবার বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আট দলের মধ্যে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। ৭ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে।

অথচ তাদের বিশ্বকাপটা অন্যরকম হতে পারতো, মনে করেন দলটির অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুব কাছে গিয়ে হার এখনও ভুলতে পারছেন না তিনি।

হ্যামিল্টনে বাংলাদেশের কাছে মাত্র ৯ আর মাউন্ট মুঙ্গাইনুইতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরে যায় পাকিস্তান। ওই দুটি ম্যাচ জিততে পারলে নকআউটে যাওয়ার সম্ভাবনা ছিল, মনে করছেন বিসমাহ।

পাকিস্তানে ফিরে নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ক্লোজ দুটি ম্যাচ হেরে গেলাম। আমাদের ওই দুটি ম্যাচ জেতা উচিত ছিল।’

বিসমাহ যোগ করেন, ‘যদি আমরা ‍ওই দুটো ম্যাচ জিততে পারতাম, তবে সুযোগ ছিল নকআউটে খেলার। কিন্তু ম্যাচ জয়ের জন্য যে আগ্রাসী মনোভাব দরকার, তা আমাদের মধ্যে ছিল না। এমন বড় আসরে যেমন পরিকল্পনা প্রয়োগ করা দরকার, আমরা সেটা পারিনি।’

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভুল করা দলের একটা বড় দুর্বলতা ছিল, স্বীকার করে নেন বিসমাহ। পাকিস্তানি অধিনায়কের কথা, ‘আমাদের সমস্যা ছিল। আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। আমাদের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, এটা থেকে বের হতে কঠোর পরিশ্রম করতে হবে।’

এমএমআর/জিকেএস