ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রোটিয়াদের গুঁড়িয়ে ‘ডাবল সেঞ্চুরি’ বাংলাদেশের

শাহাদাৎ আহমেদ সাহাদ | প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৩ মার্চ ২০২২

কাগিসো রাবাদার বলে কাট করে পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে নিশ্চিত হলো বাংলাদেশ দলের ইতিহাসগড়া জয়। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জিতলো টাইগাররা।

তাসকিন আহমেদের ৩৫ রানে ৫ উইকেট, তামিম ইকবালের ৮২ বলে অধিনায়কোচিত ৮৭, লিটন দাসের ৪৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। আর এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের ডাবল সেঞ্চুরিও করে ফেলেছে তামিমের দল।

১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৩৬ বছরের মাথায় ৬৪৮ ম্যাচ খেলে দুইশতম জয়ের দেখা পেলো লাল সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে ওয়ানডেতেই জয় সবচেয়ে বেশি, ১৪০ ম্যাচে। এছাড়া টেস্টে ১৬ ও টি-টোয়েন্টি ৪৪ ম্যাচ জিতেছে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১০৬১ জয় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। আর কোনো দল এখনও হাজার জয়ের কাতারে নাম লেখাতে পারেনি। তবে টেস্ট খেলুড়ে প্রথম আট দলের মধ্যে বাকি সাত দলেরই রয়েছে পাঁচশোর বেশি জয়ের সুখস্মৃতি।

তিন ফরম্যাট মিলে জয়ের পরিসংখ্যান

অস্ট্রেলিয়া - ১৯৫৮ ম্যাচে ১০৬১ জয়
ইংল্যান্ড - ১৯৫৬ ম্যাচে ৮৬১ জয়
ভারত - ১৭২৩ ম্যাচে ৭৯০ জয়
পাকিস্তান - ১৫৬৯ ম্যাচে ৭৫২ জয়
ওয়েস্ট ইন্ডিজ - ১৫৫৯ ম্যাচে ৬৫০ জয়
দক্ষিণ আফ্রিকা - ১২৩৯ ম্যাচে ৬৪৯ জয়
শ্রীলঙ্কা - ১৩২৭ ম্যাচে ৫৫৮ জয়
নিউজিল্যান্ড - ১৩৯০ ম্যাচে ৫৪১ জয়
বাংলাদেশ - ৬৪৮ ম্যাচে ২০০ জয়
জিম্বাবুয়ে - ৭৫২ ম্যাচে ১৭৭ জয়
আফগানিস্তান - ২৩২ ম্যাচে ১৩০ জয়
আয়ারল্যান্ড - ৩০১ ম্যাচে ১২৬ জয়

এসএএস/আইএইচএস/