ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খেলার মাঠের মতো আদালতেও জিততে চান নাসির

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৩ মার্চ ২০২২

ক্রিকেটাররা যখন মাঠে ব্যাট-বল নিয়ে দৌড়াচ্ছিল, তখন নাসিরকে দৌড়াতে হচ্ছিল আদালত পাড়ায়। ব্যক্তিগত জীবন নিয়েই আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে জাতীয় দলের একসময়কার এই তুখোড় পারফরমারকে।

ভালোবেসে বিয়ে করেছিলেন তামিমা তাম্মি নামে এক রমনীকে। কিন্তু সেই তাম্মি ছিলেন রাকিবুল নামে আরেকজনের স্ত্রী। রাকিবুলের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তাম্মি, যা আইনত অবৈধ। সুতরাং স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা ঠুকে দেন রাকিবুল

সেই মামলায় আবার পুলিশি তদন্তে নাসিরকে অভিযুক্ত হিসেবেই দেখানো হয়েছেপিবিআই বলেছে, তাদের বিয়েই বৈধ নয়। ফলে এখন বিষয়টা নিষ্পত্তির ভার চলে গেছে আদালতের ওপর। সেখানে চলছে নাসির-তামিমার বিচার। সেখানেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে নাসিরকে। যার মধ্যে জানা গেছে, তাম্মি গর্ভবতী। তার গর্ভে নাসিরের সন্তান

নানামুখী জটিলতার কারণে কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলও খেলতে পারেননি নাসির। অনেকেই ধরে নিয়েছিল ব্যক্তিগত জীবনের ঝামেলার কারণে হয়তো ক্রিকেট থেকে দূরে নাসির। কিন্তু আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাসির জানান, তিনি ইনজুরিতে ছিলেন। যে কারণে বিপিএল খেলতে পারেননি।

এ সময়ই তার কাছে আইনি লড়াইয়ের বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে নাসির স্পষ্ট জানিয়ে দিলেন, খেলার মাঠের মতো সবখানেই জিততে চান। যেহেতু তিনি খেলোয়াড়, কখনোই হারার জন্য খেলেন না। নাসির বলেন, ‘সবখানেই জিততে চাই। যেহেতু আমি খেলোয়াড়, আমি কখনই হারার জন্য খেলি না।’

তবে এখানেই ইতি টানলেন তিনি। মাঠের বাইরের এই বিষয়টা নিয়ে তিনি মোটেও কথা বলতে ইচ্ছুক নন। এ কারণে নাসির বলেন, ‘ওটা আমার ব্যক্তিগত জীবন, ওটা মাঠের বাইরেই আছে। তাই এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলব।’

আইএইচএস/