ঘরের মাঠে ইয়াসিরের অভিষেক, ফিরলেন মুশফিক-মিরাজ
আগেরদিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই ইঙ্গিত দিয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, মাহমুদুল হাসান জয় বা ইয়াসির আলি রাব্বির মধ্যে যেকোনো একজনের অভিষেক হতেও পারে। সেই একজন হলেন ইয়াসির আলি রাব্বি।
নিজের ঘরের মাঠেই ওয়ানডে অভিষেক হলো চট্টগ্রামের সন্তান ইয়াসিরের। বাংলাদেশের ১৩৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পেলেন তিনি। অভিষেকের আগে লিস্ট এ ক্রিকেটে ৭৭ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৮৭৮ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।
ইয়াসিরের অভিষেক ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হবে স্বাগতিকদের।
সবশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। অভিষিক্ত ইয়াসিরসহ দলে এসেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফজলহক ফারুকি।
এসএএস/এএসএম