সাকিব পাশে থাকলে ভালো হতো: ইমরুল
বিপিএল ফাইনালের আগে নিয়ম অনুসারে অফিসিয়াল ফটোসেশন এবং মিডিয়া সেশন। যেখানে হাজির ছিলেন না বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে ফটোসেশন এবং মিডিয়া সেশনে যোগ দেন নুরুল হাসান সোহান।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। ফাইনালের ২৪ ঘণ্টা আগে ট্রফি হাতে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে না পারাকে কিভাবে দেখছেন ইমরুল?
মিডিয়া সেশনে এ প্রশ্ন উঠলে ইমরুল স্বীকার করলেন, সাকিব থাকলে খুব ভালো লাগতো। তার ভালো লাগাই শুধু নয়। বোঝালেন, ফাইনালের আগে ট্রফি হাতে দুই ফাইনালিস্টের অধিনায়কের পোজ দেয়ার রীতি। বিষয়টা শোভনও।
‘সাকিব আসলে আরেকটু ভালো লাগতো। জিনিসটা ভালো হতো, কারণ সে একটা দলের অধিনায়ক।’
তবে সাকিবের অনুপস্থিতিটাকে খুব বড় করে দেখতে চান না ইমরুল। কারণ, তার জানা সাকিব শারীরিক কারণে হয়তো আসতে পারেনি। ‘যেহেতু তার স্বাস্থ্যগত ইস্যু, আজকে শুনলাম তার পেটের পীড়া, তাই আসতে পারেনি। অসুবিধা নাই, কালকের ম্যাচে তো আমাদের দুজনের দেখা হবে আবার।’
অধিনায়ক হিসেবে নিজেকে সাকিবের পাশে কিভাবে তুলনা করেন? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ইমরুল বলেন, ‘দেখুন একটা দল যখন রেজাল্ট পায় তখন অধিনায়কের অনেক প্রশংসা হয়। আবার যখন খারাপ করে তখন অনেক কথা হয়। অধিনায়কত্ব খারাপ হয়েছে। সাকিব অবশ্যই ভালো অধিনায়ক। তার দল ভালো করছে দেখে কথা হচ্ছে। অবশ্যই এখানে যারা অধিনায়কত্ব করেছে তারা প্রত্যেকেই ভালো অধিনায়ক। দলগতভাবে ভালো খেলতে পারেনি বলে এখানে আসতে পারেনি। আমরা দল হিসেবে ভালো খেলেছি, সাকিবের দল ভালো খেলেছে বলে আজকে এখানে এসেছে। সবাই আসলে মাঠের ভেতরে অধিনায়কত্ব করার সামর্থ্য রাখে।’
বরিশালের অধিনায়ক সাকিব বাংলাদেশের অধিনায়কত্বও করেছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি। সে কথা স্বীকার করতে দ্বীধা নেই ইমরুলের।
অধিনায়ক হিসেবে সাকিবের মূল্যায়ন করতে গিয়ে ইমরুল বলে ওঠেন, ‘সাকিব বাংলাদেশ দলেরও অধিনায়কত্ব করেছেন। ওর অভিজ্ঞতা আরও বেশি। সে মাঠের ভেতরে অনেক প্রো-অ্যাক্টিভ থাকে, আমিও চেষ্টা করছি। যেহেতু এটা আমার বিপিএলে তৃতীয়বার অধিনায়কত্ব। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার। দিন দিন উন্নতি করার। সব দিক থেকে কালকে যে‘ই মাঠে কুল থাকবে, যারা সাহস নিয়ে খেলতে পারবে তারাই ভালো করবে।’
এআরবি/আইএইচএস/এএসএম