ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রাজিন সালেহ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

১৪ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে আফগানদের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, যেহেতু ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল, তাই ১৯-২০ ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন।

এদিকে আফগানিস্তানের সঙ্গে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলের সাবেক ব্যাটার রাজিন সালেহ আলমকে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজিন সালেহ নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজিন বলেন, ‘আমাকে সপ্তাহখানেক আগেই বলা হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার জন্য। পরে দিন তিনেক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ভাই আমাকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালনের কথা বলেন।’

যদিও দক্ষিণ আফ্রিকা সফরে নয়, শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেই ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান এ তথ্য।

তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের সাথে সিরিজ আর দক্ষিণ আফ্রিকা সফরে রাজিনকে ফিল্ডিং কোচ হিসেবে নিতে চেয়েছিলাম; কিন্তু রাজিন তার চাকুরির কমিটমেন্টের কারণে দক্ষিন আফ্রিকা যেতে পারবে না। তাই শুধু আফগানিস্তানের সাথে হোম সিরিজে রাজিন ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবে।’

রাজিন জানান, ‘আমরা ১৯ ফেব্রুয়ারি কোভিড টেস্ট দেব। আর ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম অনুশীলন।’

প্রসঙ্গতঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিজানুর রহমান বাবুল। তিনি দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকান ফিল্ডিং কোচ রায়ান কুকের শূন্যপদে।

বাবুলকে কেন ফিল্ডিং কোচ হিসেবে রাখা হলো না? এর প্রশ্নের উত্তর দেননি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

২০১৮ সালে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নেন রায়ান কুক। তিনি বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ছিলেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার পরিবর্তেই পাকিস্তানের সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন বাবুল।

এআরবি/আইএইচএস/এএসএম