সিরিজ বাঁচানোর ম্যাচে ১২১ রানেই আটকে গেলো শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হার। ক্যানবেরায় সিরিজের তৃতীয় ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারলো না শ্রীলঙ্কা। ৬ উইকেটে ১২১ রানেই আটকে গেছে সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অসি বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৪০ রান তুলতে হারিয়ে বসে ৪ উইকেট। রান তোলার গতিও ছিল না। তখন পেরিয়ে গেছে ৭.২ ওভার বা ৪৪ বল।
সেখান থেকে জুটি বাঁধেন দিনেশ চান্দিমাল আর অধিনায়ক দাসুন শানাকা। তবে তারাও ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। চান্দিমাল ২৯ বলে ২৫ করে আউট হন।
৮৭ রানে ৫ উইকেট হারানোর পর দলকে ইনিংসের শেষ পর্যন্ত টেনে নিয়েছেন অধিনায়ক শানাকা। ৩৮ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কেন রিচার্ডসন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন এই পেসার।
এমএমআর/এমএস