ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্লে-অফের টিকিট পেতে ব্যাটিংয়ে ঢাকা, আজও নেই মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

সেরা চারের টিকিট পেতে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ঢাকা। আজ জিতলে তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অন্যদিকে হারলেও তেমন ক্ষতি নেই বরিশালের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে ঢাকা। বাদ দেওয়া হয়েছে আগের ম্যাচের সেরা খেলোয়াড় আরাফাত সানি ও ইমরানুজ্জামানকে। তাদের জায়গায় এসেছেন বাঁহাতি ব্যাটার নাইম শেখ ও ডানহাতি পেসার শফিউল ইসলাম।

অন্যদিকে আগের ম্যাচে পিঠের ব্যথার কারণে দল থেকে বাদ পড়া মাশরাফি বিন মর্তুজাকে আজও দলে নিতে পারেনি ঢাকা। তাকে ছাড়াই বরিশালের বিপক্ষে ম্যাচটি খেলতে নামছে বিপিএল ইতিহাসের অন্যতম সফল দলটি। অপরিবর্তিত একাদশই রয়েছে বরিশালের।

এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিটের পাশাপাশি আগেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলেছে সাকিবের বরিশাল। অন্যদিকে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ঢাকা। আজ হেরে গেলে তাদের বাদ পরে যাওয়ারও শঙ্কা থাকবে।

মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কাইস আহমেদ, ফজলহক ফারুকি, শুভাগত হোম, আহমেদ ওমরজাই, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

এসএএস/এএসএম