ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের জন্য আজ (৯ ফেব্রুয়ারি, বুধবার) সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই সফর। এরপর ২০ মার্চ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে।

৩০ মার্চ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ৭ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১১ এপ্রিল।

মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার দুই ফরম্যাটের দুই সিরিজ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে প্রথম এবং শেষ- এই দুটি ওয়ানডে। মাঝের ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে জোহানেসবার্গের ইম্পোরিয়াল ওয়ান্ডারার্সে। তিন ওয়ানডের মধ্যে প্রথম এবং তৃতীয় - এই দুই ম্যাচ হবে দিবা-রাত্রির।

প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই সিরিজ। শুধু তাই নয়, ওয়ানডে এবং টেস্ট - এই দুই ফরম্যাটের সিরিজই পরিগনিত হবে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ওয়ানডে এবং টেস্ট সিরিজের সূচি

ম্যাচ

তারিখ

বার

সময়

ভেন্যু

১ম ওয়ানডে

১৮ মার্চ

শুক্রবার

বিকেল ৫টা

সেঞ্চুরিয়ন

২য় ওয়ানডে

২০ মার্চ

রোববার

দুপুর ২টা

জোহানেসবার্গ

৩য় ওয়ানডে

২৩ মার্চ

বুধবার

সন্ধ্যা ৫টা

সেঞ্চুরিয়ন

১ম টেস্ট শুরু

৩১ মার্চ

বৃহস্পতিবার

দুপুর ২টা

ডারবান

২য় টেস্ট শুরু

৮ এপ্রিল

শুক্রবার

দুপুর ২টা

সেন্ট জর্জ পার্ক

বি.দ্র: সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।

আইএইচএস/