ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শামীমের প্রথম ফিফটিতে চট্টগ্রামের চ্যালেঞ্জিং স্কোর

ক্রীড়া প্রতিবেদক | সিলেট থেকে | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আসরের শুরুটা ভালো ছিল না শামীম পাটোয়ারীর। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় মূল একাদশ থেকে জায়গাও হারিয়েছিলেন এ তরুণ বাঁহাতি ব্যাটার। তবে টুর্নামেন্টের শেষ দিকে এসে ছন্দ পেতে শুরু করেছেন শামীম, হাঁকিয়েছেন বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি।

আগের দুই ম্যাচে ২৯ ও ২৬ রানের ইনিংস খেলে রানে ফেরার আভাস দিয়েছিলেন শামীম। আজ (মঙ্গলবার) মিনিস্টার ঢাকার বিপক্ষে তার ব্যাট থেকে এলো ৫২ রানের ইনিংস। পাশাপাশি বেনি হাওয়েল, আফিফ হোসেন ধ্রুব, উইল জ্যাকসদের মাঝারি ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছেন চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফের অধিনায়ক বদলে খেলতে নেমেছে চট্টগ্রাম। নাইম ইসলামের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। অধিনায়কত্বের সঙ্গে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন নাইম। তাকে অধিনায়কত্ব থেকে সরানোর কারণ হিসেবে বাজে ফর্মের কথা জানিয়েছে চট্টগ্রাম।

ম্যাচটিতে টস হেরেছেন নতুন অধিনায়ক আফিফ, তাদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান এই ম্যাচ দিয়েই দলে আসা জাকির হাসান। তার ব্যাট থেকে আসে ১ রান। এরপর ওয়ানডে স্টাইলে খেলে ৪০ রানের জুটি গড়েন আফিফ ও জ্যাকস।

আউট হওয়ার আগে ২৪ বলে ২৭ রান করেন আফিফ। সমান বল থেকে ২৬ রান আসে জ্যাকসের ব্যাটে। এরপর হতাশ করেন মেহেদি হাসান মিরাজ (২) ও আকবর আলি (৯)। তবে দলকে লড়াকু পুঁজিতে নিয়ে যান বেনি হাওয়েল ও শামীম পাটোয়ারী। এ দুজনের জুটিতে ৬.৪ ওভারে আসে ৫৮ রান।

ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হন শামীম। বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটিতে ৫ চার ও ১ ছয়ের মারে ৩৭ বলে ৫২ রান করেন তিনি। অন্যদিকে ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করা বেনি হাওয়েল ১৯ বলে করেন ২৪ রান। যা চট্টগ্রামকে এনে দেয় ১৪৮ রানের সংগ্রহ।

ঢাকার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ছয় বোলারের সবাই। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, মাহমুদউল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, কাইস আহমেদ ও ফজলহক ফারুকি।

এসএএস/জিকেএস/জেআইএম