এক চোট কাটাতে গিয়ে আরেক চোট, পিএসএল শেষ আমিরের
এবারের পাকিস্তান সুপার লিগটি (পিএসএল) একদমই ভালো যাচ্ছে না করাচি কিংসের। ২০২০ সালের আসরের চ্যাম্পিয়নরা তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি, পড়ে আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
এর মধ্যেই নতুন দুঃসংবাদ পেলো দলটি। ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন করাচি কিংসের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইলিয়াস। আসরের বাকি অংশে আর খেলা হবে না এ দুই পেসারের।
আমির অবশ্য সাইড স্ট্রেইনের কারণে আসরে একটি ম্যাচও খেলতে পারেননি। সেই চোট কাটিয়ে ওঠার পথে নতুন করে পিঠের ব্যথায় আক্রান্ত হয়েছেন আমির। ফলে পুরো আসর থেকেই ছিটকে গেছেন তিনি।
অন্যদিকে ইলিয়াস খেলেছেন তিন ম্যাচেই। যেখানে ৬ ওভার বল করে বিলিয়েছেন ৭১ রান। সবশেষ লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।
এখন ইলিয়াসের জায়গায় উসমান শিনওয়ারিকে দলে ভিড়িয়েছে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজি। মাঠে ফিরতে ছয় সপ্তাহ সময় লেগে যাবে ইলিয়াসের।
এসএএস/এএসএম