শেষ মুহূর্তের নাটকীয়তা, কেউ জিতলো না নারী অ্যাশেজে
শেষ মুহূর্তে দারুণ এক নাটকীয়তা তৈরি হয়েছিল নারী অ্যাশেজের একমাত্র ম্যাচে। আর মাত্র একটি উইকেট পড়লেই জিতে যায় অস্ট্রেলিয়া। কিংবা আর মাত্র ১২ রান করলেই জিতে যায় ইংল্যান্ড। কিন্তু কোনোটাই হলো না। শেষ পর্যন্ত ম্যাচটি হলো নিষ্প্রাণ ড্র।
একা এক হিদার নাইট যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে ইংলিশদের ম্যাচ হারার কোনো সম্ভাবনাই ছিল না। প্রথম ইনিংসে একাই ১৬৮ রান করেন ইংলিশ অধিনায়ক। ছিলেন অপরাজিত। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৮ রান। শেষ পর্যন্ত স্বাগতিক অস্ট্রেলিয়াকে জিততে দিলো না ইংল্যান্ড। নারী অ্যাশেজের একমাত্র ম্যাচটি হলো ড্র।
অ্যাশেজ হলেও সেটা নারীদের। যে কারণে ম্যাচের দৈর্ঘ্যও ছিল কম। মাত্র চারদিনের। ক্যানবেরার মানুকা ওভালে শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৭ রান। লরেন উইনফিল্ডহিল এবং টমি বিউমন্ট মিলে সূচনাটা ভালোই এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। তাদের দু’জনের ৫২ রানের জুটির পরও চারটি জুটি হয়েছিল মাঝারী আকারের।
কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ দিকে তো দ্রুত উইকেট হারিয়ে বসে সফরকারীরা। কিন্তু জয়টা অস্ট্রেলিয়ার হলোই না। আবার ইংল্যান্ড পৌঁছে গিয়েছিল জয়ের একেবারে দ্বারপ্রান্তে। আর ১২ রান হলেই জিতে যেতে পারতো তারা।
কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করার পর দিনের খেলা শেষ হয়ে যায়। ম্যাচ ড্র হলেও একদিকে অস্ট্রেলিয়া পুড়ছে মাত্র ১টি উইকেটের জন্য, অন্যদিকে ইংল্যান্ড পুড়ছে মাত্র ১২ রানের আক্ষেপে।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন নেট স্কিভার। ৪৮ রান করে অধিনায়ক হিদার নাইট। শোপিয়া ডাঙ্কলি করেন ৪৫ রান এবং ট্যামি বিউমন্ট করেন ৩৬ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ম্যাগ লেনিং করেন ৯৩ রান, ওপেনার রাচায়ে হেইন্স করেন ৮৬ রান। অ্যাশলে গার্ডেনার ৫৬, তাহলিয়া ম্যাকগ্রা করেন ৫২ রান।
জবাব দিতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৯৭ রানে। অপরাজিত ১৬৮ রান করেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন শোপি অ্যাক্সেলেস্টোন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন বিকেলে ১২ রানেই ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। আজ সকালে বেথ মুনি এবং এলিসি পেরি জুটি বেধে দাঁড়িয়ে যান। এলিসি পেরি করেন ৮৩ বলে ৪১ রান। বেথ মুনি করেন ৬৩ রান। ৩৮ রান করেন অ্যাশলে গার্ডনার। ৩৪ রান করেন তাহলিয়া ম্যাকগ্রা।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২১৬ রান করার পর ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। যার ফলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান।
আইএইচএস/