ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফগানিস্তানের সঙ্গে হোম সিরিজের আগেই বোলিং কোচ: জালাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০২২

পেস বোলিং কোচ ওটিস গিবসন সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। বাংলাদেশের পেস বোলিং কোচের চাকরি ছেড়ে এ ক্যারিবিয়ান এখন ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হেড কোচ।

কাজেই ওটিস গিবসনের জায়গায় একজন নতুন পেস বোলিং কোচ নিতেই হবে। বিসিবি ভেতরে ভেতরে পেস বোলিং কোচ নিয়োগের কাজের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

জাগো নিউজের পাঠকরা সোমবারই জেনেছেন যে, লঙ্কান লিজেন্ড চামিন্দা ভাসের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। তাকে প্রস্তাবও দেয়া হয়েছে।

জাতীয় দল পরিচালনা ও পরিচর্য্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুস আজ মঙ্গলবার মিডিয়ার সঙ্গে আলাপে সে কথা স্বীকারও করেছেন।

মঙ্গলবার বিপিএলে ঢাকা এবং সিলেট ম্যাচের পর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে জালাল বলেন, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় ৩-৪টা নাম আছে। এখনও চূড়ান্ত হয়নি। আশা করি আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারব।’ জালাল আরও যোগ করেন, ‘এই তালিকায় চামিন্দা ভাসের নামও আছে।’

এরই মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ শন টেইট বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। তাকে ইঙ্গিত করে জালালের কাছে প্রশ্ন ছিল, ‘বিপিএল কোনো দলের কেউ কি বিসিবির পছন্দর তালিকায় আছে?’

জালালের জবাব, ‘বিপিএলেরও হতে পারে, বাইরেরও হতে পারে। যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছি।’ ক্রিকেট অপস চেয়ারম্যান সোজা জানিয়ে দিয়েছেন, আগের সব পেস বোলিং কোচের মত নতুন কোচকেও দুই বছরের জন্য নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দিব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব। বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লিগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি, বছরে কতদিন কাজ করবে সে চুক্তিতে যাব নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দিব।’

এআরবি/আইএইচএস