ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আরও দুই বিদেশি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ১২ জানুয়ারি ২০২২

বিপিএলের অষ্টম আসর কড়া নাড়ছে দরজায়। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল সাজিয়ে ফেলেছে। তবে কিছু কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে অনেকেরই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেমন ঘাটতি পূরণে নতুন করে দলে ভেড়ালো আরও দুই বিদেশি ক্রিকেটারকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন জানিয়েছেন, প্লেয়ার ড্রাফটের বিদেশি খেলোয়াড় তালিকা থেকে দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট ও আফগানিস্তানের করিম জানাতকে দলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

৩২ বছর বয়সী ডেলপোর্ট একজন ব্যাটিং অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ পরিচিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, বিগ ব্যাশে সিডনি থান্ডার্স আর পিএসএল, সিপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি।

২৫৪ টি-টোয়েন্টিতে ১৩৯.৭৩ স্ট্রাইকরেটে ৫৮৯০ রান করেছেন ডেলপোর্ট। বল হাতে নিয়েছেন ৬৯ উইকেটও। এর আগে বিপিএলে খেলেছেন ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম ভাইকিংস এবং রংপুর রাইডার্সের হয়ে।

অন্যদিকে ২৩ বছর বয়সী আফগানিস্তানের পেসার করিম জানাত। টি-টোয়েন্টি ফরমেটে সব মিলিয়ে খেলেছেন ৬৩ ম্যাচ। ৭.৭৮ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৬১টি।

ব্যাটিংটাও খারাপ করেন না। ৬৩ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৫৫টি। ১৪০-এর ওপর স্ট্রাইকরেটে জানাতের নামের পাশে আছে ১০২৫ রান।

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। কুমিল্লা ভিক্টোরিয়ােন্সের প্রথম ম্যাচ পরের দিন, সিলেট সানরাইজার্সের বিপক্ষে।

এমএমআর/এমএস