ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৪ জন করোনা আক্রান্ত, তবুও অ্যাশেজ চালিয়ে যাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১

অ্যাশেজ সিরিজে করোনার হানা। এ খবরে তো মোটামুটি তোলপাড় পড়ে যাওয়ার কথা। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল সিরিজ শেষ করা থেকে এক পা’ও পিচু হটতে চায় না। তারা ঘোষণা দিয়েছে, চারজন করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও সিরিজ শেষ করবে তারা।

ইংল্যান্ড সাফোর্ট স্টাফদের দু’জন এবং পরিবারের সদস্যদের দু’জন কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগে এই খবরে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়। ধারণা করা হয়েছিল, এই পর্যায়ে না এসে খেলা বাতিল ঘোষণা করা হয়!

কিন্তু সে সব কিছুই করা হয়নি। ইংল্যান্ড ঘোষণা দেয় তারা খেলা চালিয়ে যাবে। কারণ, খেলোয়াড়দের সবারই রেজাল্ট এসেছে নেগেটিভ। তবুও প্রশ্নটা থেকেই যাচ্ছে, কিভাবে এই সিরিজটা চালিয়ে নেয়া হবে?

করোনা পজিটিভ রিপোর্ট আসার কারণে খেলা শুরু করতে অন্তত ৩০ মিনিট বিলম্ব হয়। কারণ, ইংল্যান্ড দলটাই মাঠে এসে পৌঁছেছে বিলম্ব করে। কারণ, দলের মধ্যে চারজনের এমন কেভিড-১৯ রিপোর্ট আসার পর দলের সব খেলোয়াড়ের টেস্ট করা প্রয়োজন হয়ে পড়েছিল। রিপোর্ট হাতে আসার পরই ইংল্যান্ড দল খেলার জন্য মাঠে রওয়ানা দেয়।

আইএইচএস/