শচিন-কোহলির পর রাহুল, ছাড়িয়ে গেলেন শেবাগকেও
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন দুর্গজয়ের মিশনে নেমে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৭২ রান। ডানহাতি ওপেনার লোকেশ রাহুল হাঁকিয়েছেন সেঞ্চুরি, আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল করেছেন ফিফটি।
এশিয়ার বাইরে টেস্ট ম্যাচের প্রথম দিন এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০১-০২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ৩৭২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের নর্থ স্ট্যান্ডে ৩০২ রান করেছিল তারা। এবার প্রোটিয়াদের দুর্গে প্রথম দিন শেষ করলো ২৭২ রানে।
ভারতের এই অবস্থানের মূল কারিগর ওপেনার লোকেশ রাহুল। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরিতে তিনি অপরাজিত রয়েছেন ১২২ রান করে। সারাদিন ব্যাট করে খেলা ২৪৮ বলের ইনিংসে ১৭ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন রাহুল। দেশের বাইরে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের দ্বিতীয় ওপেনার হিসেবে তিন অঙ্কের দেখা পেলেন রাহুল। ২০০৭ সালে কেপটাউনে ১১১ রানের ইনিংস খেলেছিলেন ওয়াসিম জাফর। যার ১৪ বছর পর ১২২ রানে অপরাজিত রয়েছেন রাহুল।
এছাড়া সেঞ্চুরিয়নে ভারতের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন কর্নাটকের ২৯ বছর বয়সী এ ব্যাটার। ২০১০ সালে শচিন টেন্ডুলকার ১১১ ও ২০১৮ সালে বিরাট কোহলি খেলেছিলেন ১৫৩ রানের ইনিংস। শচিন-কোহলির পর এ কীর্তি গড়লেন রাহুল।
শুধু তাই নয়, ভারতীয় ওপেনারদের মধ্যে এশিয়ার বাইরে সেঞ্চুরির তালিকায় ভিরেন্দর শেবাগকে ছাড়িয়ে গেছেন রাহুল। শেবাগ ৫৯ ইনিংসে করেছিলেন ৪টি সেঞ্চুরি। মাত্র ৩৪ ইনিংসেই এশিয়ার বাইরে পঞ্চম সেঞ্চুরি পেয়ে গেলেন রাহুল।
এর বাইরে সফরকারী দলের ওপেনার হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার রাহুল। তার আগে এ কীর্তি দেখাতে পেরেছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
রাহুলের এতো কীর্তির দিনে ভারতের উদ্বোধনী জুটিতে আসে ১১৭ রান। দারুণ খেলতে থাকা মায়াঙ্ককে ব্যক্তিগত ৬০ রানে সাজঘরে পাঠান লুঙ্গি এনগিডি। ঠিক পরের বলে ব্যাট-প্যাড ক্যাচ হন চেতেশ্বর পুজারা। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় গোল্ডেন ডাক তার।
এরপর ৮২ রানের জুটি গড়েন রাহুল ও বিরাট কোহলি। এ জুটিও ভাঙেন লুঙ্গি। ব্যক্তিগত ৩৫ রানে আউট হন ভারতীয় অধিনায়ক। আর বিপদ ঘটতে দেননি অজিঙ্কা রাহানে ও লোকেশ রাহুল। অবিচ্ছিন জুটিতে ৭৩ রান যোগ করে মাঠ ছেড়েছেন তারা। রাহানে অপরাজিত রয়েছেন ৪০ রানে।
এসএএস/জিকেএস